Lock Upp: টিভিতে বিয়ে-ফুলশয্যা আর তারপরেই ডিভোর্স, লক আপে মুখোমুখি সারা-আলি!
কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ আসতে চলেছে বড় টুইস্ট। কারণ জেলে আসতে চলেছে এক নতুন কয়েদি। অর্থাৎ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী আসছে। সে আর কেউ নয়, সারা খানের প্রাক্তন স্বামী আলি মার্চেন্ট। প্রসঙ্গত, কালার্সের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে ধুমধাম করে বিয়ে করেন সারা। ন্যাশনাল টেলিভিশনে দেখানো হয় বিয়ে-ফুলশয্যা। আর তারপর ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েই হয়ে যায় বিচ্ছেদ! এবার বোধহয় জানা যাবে আসল কারণ।
শো-তে দেখা যাচ্ছে আলিকে ‘লোক দেখানো’ বলে তাঁর হাতে হাতকড়ি পরিয়ে দেন অভিনেত্রী। রবিবার অলট বালাজির শেয়ার করা প্রোমোয় লেখা রয়েছে, ‘রং আরও জমবে যখন আলি মার্চেন্ট পরবেন কয়েদির পোশাক।’ প্রোমোর শুরুতে দেখা যাচ্ছে গার্ডসরা মুখ ঢাকা এক ব্যক্তিকে নিয়ে আসছেন ধরে। ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে, ‘পাগল প্রাক্তন প্রেমিককে তাও ভোলা যায়, কিন্তু যখন প্রাক্তন স্বামী আপনার সামনে চলে আসে তখন তা আরও পাগলামি ভরা হয়। কুইনের লক আপে যাচ্ছে আলি মার্চেন্ট।’ এরপর দেখা যায় জেলের ভিতরে আলি, আর এগিয়ে এসে তাঁর হাতে হাতকড়া পরিয়ে দিচ্ছে কঙ্গনা।
অলট বালাজির নতুন এই প্রোমোতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল শো-র দর্শকদের। একজন লিখেছেন, ‘এবারেই তো জমবে আসল মজা’। এদিকে কঙ্গনার লক আপে শিবম শর্মার সাথে একটা লাভ অ্যাঙ্গেল তৈরি হয়েছে সারার। তাই অনেকে আবার শিবমের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ‘এ বাবা এবার শিবমের কী হবে’, লিখেছেন আরেক ভক্ত। আরেকজনের মত, ‘একে বলে তিন কা তরকা’। কেউ কেউ আবার মনে করছেন সারার জন্য এটা একদম ঠিক হল না। তাঁরা লিখেছেন, ‘এটা সারার জন্য খুব খারাপ হল।’
২০১০ সালে বিয়ে হয় ‘বিগ বস’-র ঘরে সারা-আলির। তার দু’মাসের মাথাতেই বিচ্ছেদ। যদিও পরে সারার মা-বাবা অভিযোগ এনেছিল, ২০০৮ সালে তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল। চ্যানেলের তরফে তাঁদের অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল এভাবে বিয়ে করার জন্য। পরে ‘সচ কা সামনা’তে এসে একথা মেনেও নেন আলি। আর সানা নিজে এই বিয়েকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে দেখেন।
For all the latest entertainment News Click Here