LLC T20 Live: অর্ধশতরান ওঝার, ইউসুফ পাঠানকে সঙ্গী করে লড়াই চালাচ্ছেন নমন
লাইভ আপডেটস
Updated: 27 Jan 2022, 10:12 PM IST
- জায়ান্টসের হয়ে গিবস সর্বাধিক ৮৯ রান করেন।
একদিকে যেখানে লিগ তালিকায় শেষে রয়েছে ইন্ডিয়া মহারাজাসরা, সেখানেই টপ স্পটে ওয়ার্ল্ড জায়ান্টরা। ফাইনালে পৌঁছতে ইরফান পাঠানদের এই ম্যাচ মরণ-বাঁচন। টসে হেরে প্রথমে ব্যাট করে জায়ান্টসরা ২২৮ রান করেন, সর্বোচচ স্কোরার হার্শেল গিবস (৮৯)। মহারাজাসের হয়ে মুনাফ প্যাটেল সফলতম বোলার। চার ওভারে ৩৬ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।
অর্ধশতরান পূর্ণ করলেন ওঝা
ব্যাট হাতে নমন ওঝার দুর্দান্ত ফর্ম অব্যাহত। গত ম্যাচে শতরানের পর, জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে অর্ধশতরান করলেন মহারাজাসের উইকেটকিপার। নয় ওভার শেষে মহারাজাসের স্কোর ৭১-২। ওঝা ৫২ রানে (৩১ বল) খেলছেন, ইউসুফ পাঠান ব্যাট করছেন ১১ রানে (১৩ বল)।
লড়াই চালাচ্ছেন ওঝা, ইউসুফ
অল্প রানের মধ্যেই বদ্রিনাথ এবং জাফরের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও নমন ওঝা এবং ইউসুপ পাঠান মহারাজাসের হয়ে লড়াই চালাচ্ছেন। পাওয়ার প্লের ছয় ওভার শেষে মহারাজাসের স্কোর ৪৬-২। ইউসুফের স্কোর সাত, নমন ব্যাট করছেন ৩১ রানে (২০ বলে)। মর্নি মর্কেলের ওভারে দুই চার এবং এক ছক্কার সুবাদে ১৫ রান উঠল।
বদ্রিনাথ আউট
৩.৫ ওভারে মর্নি মর্কেলের বলে কেভিন পিটারসেনের হাতে ধরা পড়েম এস বদ্রিনাথ। ৪ বলে ২ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস ২৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইউসুফ পাঠান।
আউট হলেন জাফর
১.৬ ওভারে সাইডবটমের বলে পানেসরের হাতে ধরা পড়েন ওয়াসিম জাফর। ৬ বলে ৪ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস দলগত ১২ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এস বদ্রিনাথ।
ইন্ডিয়া মহারাজাসের রান তাড়া করা শুরু
ইন্ডিয়া মহারাজাসের হয়ে ওপেন করতে নামেন নমন ওঝা ও ওয়াসিম জাফর। ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে বোলিং শুরু করেন ব্রেট লি। প্রথম ওভারে ৬ রান ওঠে। শেষ বলে ১টি চার মারেন ওঝা।
ফাইনালে পৌঁছতে বিশাল লক্ষ্য মহারাজাসের সামনে
শেষ ওভারে জন্টি রোডসকে ২০ রানে (১৩ বলে) আউট করলেও ১২ রান দেন মুনাফ। ২০ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলল ওয়ার্ল্ড জায়ান্টরা। অ্যালবি মর্কেল ১৬ রানে (নয় বলে) অপরাজিত থাকেন।
গিবস আউট
শতরান হল না প্রায় অপ্রতিরোধ্য দেখানো হার্শাল গিবসের। রজত ভাটিয়ার বলে লেট কাট করতে গিয়ে ৮৯ রানে (৪৬ বলে) আউট হলেন গিবস। দুরন্ত ক্যাচ ধরেন কিপার নমন ওঝা। ১৭ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৯৪-৪। ক্রিজে অ্যালবি মর্কেলের নতুন পার্টনার আরেক প্রোটিয়া কিংবদন্তি জন্টি রোডস।
বড় সাফল্য মহারাজাসের
কেভিন ও’ব্রায়েনকে ৩৪ রানে (১৪ বলে) সাজঘরে ফেরত পাঠালেন স্টুয়ার্ট বিনি। ১৬ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৮৭-৩। গিবস ব্যাট করছেন রানে ৮৩ রানে ( ৪৩ বলে)। ক্রিজে নতুন ব্যাটার, তাঁর স্বদেশি অ্যালবি মর্কেল ।
১৫০ পার করল জায়ান্টস
মাসকাটের ছোট বাউন্ডারিকে দারুণভাবে কাজে লাগছেন জায়ান্টসরা। বিধ্বংসী মেজাজে দেখাচ্ছে গিবস দ্রুত শতরানের দিকে এগোচ্ছেন। ব্যক্তিগত ৮১ রানে (৪১ বলে) অপরাজিত রয়েছেন প্রোটিয়া তারকা। ও’ব্রায়েন ব্যাট করছেন আট রানে (পাঁচ বলে)। ১৪ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৫৭-২।
প্রথম ওভারেই উইকেট পেলেন ইরফান; ৫০ গিবসের
ইরফান পাঠান নিজের প্রথম ওভারেই বল করতে এসে ৫৭ রানে (৩৩ বলে) সাজঘরে ফেরত পাঠালেন ভয়ঙ্কর দেখানো মাস্টার্ডকে। তবে গিবস নিজের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছেন। ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন গিবস। ১১ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১২৬-২। ক্রিজে নতুন ব্যাটার কেভিন ও’ব্রায়েন।
ইনিংসের মাঝপথেই ১০০ পার
মাত্র ১০ ওভারেই জায়ান্টসের স্কোর ১১৫-১। বিরাট বড় রানের লক্ষ্যে এগোচ্ছেন গিবসরা। মাস্টার্ড ইতিমধ্যেই নিজের অর্ধশতরান পূর্ণ করে ৫৭ রানে (৩০ বলে) ব্যাট করছেন। গিবসও নিজের অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তাঁর সংগ্রহ ৪৭ (২৫ বলে)।
অর্ধশতরান মাস্টার্ডের
পিটারসেনকে দ্রুত হারালেও তাঁর ওপেনিং পার্টনার ফিল মাস্টার্ড কিন্তু থামার বিন্দুমাত্র নাম নিচ্ছেন না। মাত্র ২৬ বলেই রজত ভাটিয়াকে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। নয় ওভার শেষে জায়ান্টসের স্কোর ৯৯-১। গিবস খেলছেন ৩৮ রানে (২২ বলে)। বিশাল বড় রানের দিকে এগোচ্ছে ওয়ার্ল্ড জায়ান্টস।
পাওয়ার প্লের শেষে মজবুত জায়গায় জায়ান্টস
ছয় ওভারের পাওয়ার প্লে শেষে জায়ান্টসের স্কোর ৬৪-১। মাস্টার্ড ব্যাট করছেন ৩১ রানে, গিবসের স্কোর ২২।
পাঁচ ওভারেই ৫০-র গণ্ডি টপকাল জায়ান্টস
দারুণ ছন্দে দেখাচ্ছে গিবস এবং মাস্টার্ডকে। মাত্র পাঁচ ওভারে এক উইকেটের বিনিময়ে ৫০ রান তুলে ফেলল জায়ান্টস। গিবস খেলছেন ১৫ রানে (১০ বলে), মাস্টার্ডের স্কোর ২৪ (১৫ বলে)।
জায়ান্টসদের তান্ডব
মুনাফ প্যাটেলের এক ওভারেই তিন ছক্কা হাঁকালেন গিবস এবং মাস্টার্ড। পিটারসেনকে হারালেও দুরন্ত গতিতে এগোচ্ছে জায়ান্টদের গাড়ি। চার ওভার শেষে জায়ান্টসের স্কোর ৪৪-১। মাস্টার্ড ব্যাট করছেন ২০ রানে (১১ বলে), গিবসের সংগ্রহ ১৩ (আট বলে)।
পিটারসেন আউট
তুখর ফর্মে থাকা পিটারসেনকে নিজের প্রথম ওভারেই সাজঘরে ফিরত পাঠালেন মুনাফ প্যাটেল। বড় শট মারতে গিয়ে ১১ রানে বোল্ড হন পিটারসেন। ক্রিজে নতুন ব্যাটার হার্শাল গিবস। দুই ওভার শেষে স্কোর ১৭-১।
ঘটনাবহুল প্রথম ওভার
ম্যাচের প্রথম বলেই নমন ওঝার দুরন্ত কিপিংয়ে কেভিন পিটারসেনের বিরুদ্ধে স্টাম্পিংয়ের আপিল করা হয়। তবে ৫০-৫০ সিদ্ধান্ত পিটারসেনের পক্ষেই যায়। প্রথম ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৬-০। পিটারসেন ব্যাট করছেন ১১ রানে (চার বলে), ফিল মাস্টার্ড পাঁচ রানে (দুই বলে) ব্যাট করছেন।
টসে জিতল মহারাজাস
ইন্ডিয়া মহারাজাসের হয়ে নতুন অধিনায়ক ইউসুফ পাঠান টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
শেষ সাক্ষাৎ
গত ম্যাচে জায়ান্টসদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নমন ওঝার শতরানে ভর করে তিন উইকেটের বিনিময়ে ২০৯ রান করেন মহারাজাসরা। তবে ইমরান তাহিরের সৌজন্যে তিন বল বাকি থাকতই তিন উইকেটে ম্যাচ হারে ইন্ডিয়া। তাহির ১৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
সাম্প্রতিক ফর্ম
তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে ইন্ডিয়া মহারাজাসরা। অপরদিকে, তিনের মধ্যে দুই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে ওয়ার্ল্ড জায়ান্টসরা।
For all the latest Sports News Click Here