LLC 2023: আজ শুরু কিংবদন্তিদের T20 লিগ, কোথায় দেখবেন গম্ভীর-আফ্রিদির গনগনে লড়াই
একদিকে আমদাবাদে চলছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মহারণ। অন্যদিকে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়র লিগ। দক্ষিণ আফ্রিকা টেস্টের আঙিনায় লড়াই চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ চলছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যে। বাংলাদেশ দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান সুপার লিগ এই মুহূর্তে মাঝপথে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের এমন ঠাসা ক্রীড়াসূচির মাঝেই শুরু হচ্ছে কিংবদন্তিদের টি-২০ টুর্নামেন্ট এলএলসি মাস্টার্স। শুক্রবার আত্মপ্রকাশ করছে লেজেন্ডস লিগ ক্রিকেটের নতুন মরশুম।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সম্মুখসমরে নামছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস ও শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্স। আপাতত দেখে নেওয়া যাক লেজেন্ড লিগ ক্রিকেটের ম্য়াচগুলি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। চোখ রাখা যাক টুর্নামেন্ট সংক্রান্ত অন্যান্য তথ্যেও।
কবে শুরু লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩:-
১০ মার্চ, ২০২৩ (শুক্রবার)।
কবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ:-
২০ মার্চ, ২০২৩ (সোমবার)।
কোথায় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট:-
কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট।
কোন কোন দল অংশ নিচ্ছে টুর্নামেন্ট:-
ইন্ডিয়া মহারাজাস, এশিয়া লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস, এই তিনটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
উদ্বোধনী ম্যাচে কারা মাঠে নামছে:-
শুক্রবার উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামছে ইন্ডিয়া মহারাজাস ও এশিয়া লায়ন্স।
আরও পড়ুন:- PSL 2023: ধ্বংসাত্মক শতরান ফখরের, রশিদের ঘূর্ণিতে ইসলামাবাদকে দুরমুশ করল লাহোর
কোন মাঠে খেলা হবে উদ্বোধনী ম্যাচ:-
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে উদ্বোধনী ম্যাচ। এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত এই মাঠ। টুর্নামেন্টের সব ম্যাচগুলিই খেলা হবে এই মাঠেই।
ক’টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে:-
৬টি লিগ ম্যাচ, একটি এলিমিনেটর ও ফাইনাল মিলিয়ে মোট ৮টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে।
আরও পড়ুন:- IND vs AUS: শামির আগুনে পেসে স্টাম্প উড়ল হাওয়ায়, কুলকিনারা খুঁজে পেলেন না হ্যান্ডসকম্বরা- ভিডিয়ো
তিন দলের নেতৃত্বে রয়েছেন কারা:-
ইন্ডিয়া মহারাজাস দলকে নেতৃত্ব দেবেন গৌতম গম্ভীর। এশিয়ান লায়ন্সের ক্যাপ্টেন্সি করবেন শাহিদ আফ্রিদি। ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২, এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচগুলি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। ফ্যানকোড অ্যাপ এবং জিও টিভিতেও দেখা যাবে ম্যাচ। তাছাড়া টুর্নামেন্টের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here