LIVE: NCB-র আইনজীবীরা আদালতে গরহাজির, আরিয়ানের জামিনের শুনানি পিছোল দুপুর ২.৪৫-এ
গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়েছিল শাহরুখ খান পুত্রের জামিনের আর্জি। গত সোমবার বিশেষ এনডিপিএস আদালতে নতুন করে আরিয়ান খানের জামিনের আবেদন দায়ের করেন তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডে। আর কিছুক্ষণের মধ্যেই গত ২রা অক্টোবর গোয়াগামী ক্রুজ থেকে আটক (পরের দিন গ্রেফতার) আরিয়ান খানের জামিনের শুনানি শুরু হবে আদালতে।
চারদিন ধরে জেলের খাবার মুখে তুলছেন না আরিয়ান!
এই মুহূর্তে আর্থার রোড জেলে বন্দি শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে। বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে জেলের কুঠুরিতে দিন কাটাতে বেশ বেগ পেতে হচ্ছে মন্নতের রাজকুমারকে। পছন্দের কাবাব-বিরিয়ানি বা বার্গার নয়, জেলের ক্যান্টিনে তৈরি ভাত-ডাল-তরকারি এখন বরাদ্দ আরিয়ানের জন্য। কিন্তু সেইসব খাবার মুখে রুচছে না শাহরুখ পুত্রের এমনই খবর জেলসূত্রে। জেলের ক্যান্টিন থেকে কেনা পার্লেজি বিস্কুট খেয়েই রয়েছে আরিয়ান। পড়ুন বিস্তারিত-
বিচারপতি ভিভি পাটিলের এজলাসে হবে শুনানি, NCB-র আইনজীবীর কোর্টে আসতে দেরি
এদিন এনসিবির হয়ে আদালতে সওয়াল করবেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, অনিল সিং। পদমর্যাদায় কেন্দ্রের তরফে রাজ্যে বহাল সবচেয়ে সিনিয়র ল অফিসার তিনি। বিচারক ভিভি পাটিলকে এক জুনিয়র আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের একটি মামলায় আটকে পড়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। জামিনের শুনানি কিছুসময় পর রাখবার আবেদন জানানো হয় এনসিবির তরফে। সেই মতো দুপুর ২.৪৫-এ পিছানো হয়েছে এই মামলার শুনানি। এনসিবির তরফে আট অভিযুক্তের জামিনের বিরোধিতা করে জবাব আদালতে জমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেই জবাবের প্রতিলিপি দেওয়া হয়েছে অভিযুক্তদের আইনজীবীদের।
For all the latest entertainment News Click Here