Legends League Cricket Live: শ্রীবাস্তব আউট, ব্যাট চালাচ্ছেন ইউসুফ পাঠান
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর প্রথম লেগের ম্যাচে হরভজন সিংয়ের মনিপাল টাইগার্সকে ৩ উইকেটে পরাজিত করে ইরফান পাঠানের নেতৃত্বাধীন ভিলওয়ারা কিংস। এবার ফিরতি ম্যাচে ফের সম্মুখসমরে দু’দল। সুতরাং, বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ হরভজনদের সামনে।
প্রথম লেগের ফলাফল: লখনউয়ে শুরুতে ব্যাট করে মনিপাল টাইগার্স ৭ উইকেটে ১৫৩ রান তোলে। ৭৩ রান করেন মহম্মদ কাইফ। পালটা ব্যাট করতে নেমে ভিলওয়ারা ৭ উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৪ রান করেন ইউসুফ পাঠান।
টস জিতল কিংস: ফিরতি ম্যাচে টস জিতল ভিলওয়ারা কিংস। টস জিতে ইরফান পাঠান শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভাজ্জির মনিপাল টাইগার্সকে। সুতরাং কটকে টস হেরে প্রথমে ব্যাট করবে মনিপাল।
ভিলওয়ারা কিংসের প্লেয়িং ইলেভেন: উইলিয়াম পটারফিল্ড, মর্নি ভ্যান উইক, তন্ময় শ্রীবাস্তব, ম্যাট প্রায়র, ইরফান পাঠান (ক্যাপ্টেন), ইউসুফ পাঠান, টিম ব্রেসনান, রাজেশ বিষ্ণোই, টিনো বেস্ট, ফিডেল এডওয়ার্ডস ও মন্টি পানেসর।
মনিপাল টাইগার্সের প্লেয়িং ইলেভেন: জেসি রাইডার, তাতেন্দা তাইবু, মহম্মদ কাইফ, রিকার্ডো পাওয়েল, কোরি অ্যান্ডারসন, রীতেন্দর সোধি, প্রদীপ সাহু, হরভজন সিং (ক্যাপ্টেন), পরবিন্দর আওয়ানা, রায়ান সাইডবটম ও দিলহারা ফার্নান্ডো।
রাইডারের বাউন্ডারিতে ইনিংস শুরু মনিপালের: তাইবুকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জেসি রাইডার। বোলিং শুরু করেন ইরফান। চতুর্থ বলে চার মারেন রাইডার। প্রথম ওভারে ৫ রান ওঠে।
আগ্রাসী শুরু মনিপালের: দ্বিতীয় ওভারে এডওয়ার্ডসের বলে ১০ রান ওঠে। ১টি চার মারেন তাইবু। ১টি চার মারেন রাইডার। তৃতীয় ওভারে ইরফান ১২ রান খরচ করেন। তাইবু একটি ছক্কা মারেন। একটি চার মারেন রাইডার। চতুর্থ ওভারে এডওয়ার্ডসের বলে জোড়া বাউন্ডারি মারেন তাইবু। ৪ ওভার শেষে মনিপালের সংগ্রহ বিনা উইকেটে ৩৯ রান। তাইবু ২০ ও রাইডার ১৬ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তেই শক্ত ভিতে মনিপাল: পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে মনিপাল টাইগার্স। জেসি রাইডার ৩০ ও তাইবু ২৭ রান করেছেন। পঞ্চম ওভারে টিনো বেস্টকে ১টি চার মারেন রাইডার। ষষ্ঠ ওভারে ব্রেসনানের বলে জোড়া বাউন্ডারি মারেন রাইডার এবং ১টি ছক্কা মারেন তাইবু।
১০০ টপকাল টাইগার্স: ১০ ওভার শেষে মনিপাল টাইগার্সের স্কোর বিনা উইকেটে ১০৪ রান। রাইডার ৪৭ রান করেছেন। তিনি ৩৩ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি তাইবুর: ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তাইবু।
রাইডার আউট: ১০.৪ ওভারে ইউসুফ পাঠানের বলে ফিডেল এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন জেসি রাইডার। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন। মনিপাল ১০৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কোরি অ্যান্ডারসন।
তাইবু আউট, জোড়া সাফল্য ইউসুফের: ১১তম ওভারের চতুর্থ বলে রাইডার ও ষষ্ঠ বলে তাইবুর উইকেট তুলে নেন ইউসুফ পাঠান। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৪ রান করে ব্রেসনানের হাতে ধরা পড়েন তাইবু। মনিপাল ১১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রদীপ সাহু। ইউসুফ ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
প্রদীপকে ফেরালেন কারিয়া: ১১.৩ ওভারে জেসাল কারিয়ার বলে শ্রীবাস্তবের হাতে ধরা পড়েন প্রদীপ সাহু। শূন্য রানে আউট হন প্রদীপ। ১২ ওবারে মনিপালের স্কোর ৩ উইকেটে ১১১ রান।
অ্যান্ডারসনকে নিয়ে লড়ছেন কাইফ: ১৫ ওভার শেষে মনিপাল টাইগার্স ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে। কাইফ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৯ রান করেছেন। কোরি অ্যান্ডারসন ৯ বলে ১১ রান করেছেন।
১৮ ওভারে মনিপালের স্কোর ৩ উইকেটে ১৬৮: দু’ওভারের খেলা বাকি। ১৮ ওভার শেষে মনিপাল টাইগার্সের স্কোর ৩ উইকেটে ১৬৮ রান। কাইফ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩১ রান করেছেন। অ্যান্ডারসন ব্যাট করছেন ২৪ রানে।
একই ওভারে তিনটি উইকেট নিলেন বেস্ট: ১৮.১ ওভারে টিনো বেস্টের বলে কারিয়ার হাতে ধরা পড়েন কোরি অ্যান্ডারসন। ২১ বলে ২৪ রান করেন তিনি। ৩টি চার মারেন অ্যান্ডারসন। ব্যাট করতে নামেন রিকার্ডো পাওয়েল। ওভারের পঞ্চম বলে পাওয়েলকে বোল্ড করেন বেস্ট। শেষ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হরভজন সিং। ১৯ ওভারে মনিপালের স্কোর ৬ উইকেটে ১৭০ রান। বেস্ট ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
২০ ওভারে চ্যালেঞ্জিং টোটাল ভাজ্জিদের: নির্ধারিত ২০ ওভারে মনিপাল টাইগার্স ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য ইরফান পাঠানদের দরকার ১৭৬ রান।
শুরুতেই মর্নির উইকেট হারায় কিংস: রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মর্নি ভ্যান উইকের উইকেট হারায় ভিলওয়ারা কিংস। পটারফিল্ডের সঙ্গে ওপেন করতে নামনে মর্নি। প্রথম ওভারে সাইডবটম কোনও রান খরচ করেননি। দ্বিতীয় ওভারে আওয়ানার দ্বিতীয় বলে চার মারেন মর্নি। তৃতীয় বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন তিনি। ব্যাট করতে নামেন ম্যাট প্রায়র। ৪ ওভার শেষে কিংসের স্কোর ১ উইকেটে ২৬ রান। পটারফিল্ড ১৬ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ: পাওয়ার প্লে-র ৬ ওভারে ভিলওয়ারা কিংস ১ উইকেটে ৪৩ রান তুলেছে। পটারফিল্ড ২৪ ও ম্যাট প্রায়র ১৪ রান করেছেন।
পটারফিল্ডকে ফেরালেন মুরলিধরন: পাওয়ার প্লের পরেই বল করতে আসেন মুরলিধরন। তিনি ৭.৩ ওভারে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান উইলিয়াম পটারফিল্ডকে। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করেন। ভিলওয়ারা কিংস ৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তোলে। ব্যাট করতে নামেন তন্ময় শ্রীবাস্তব।
ম্যাট প্রায়রকে বোল্ড করেলন ভাজ্জি: ৭.৫ ওভারে ম্যাট প্রায়রকে বোল্ড করেন হরভজন সিং। ১৬ বলে ১৭ রান করেন তিনি। ২টি চার মারেন প্রায়র। ৫৫ রানে ৩ উইকেট হারায় কিংস। ব্যাট করতে নামেন কারিয়া।
১০ ওভারে ১০৬ রান দরকার কিংসের: জয়ের জন্য শেষ ১০ ওভারে ভিলওয়ারা কিংসের দরকার ১০৬ রান। তারা প্রথম ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান সংগ্রহ করেছে।
ভাজ্জির দ্বতীয় শিকার কারিয়া: ১১.২ ওভারে হরভজনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জেসাল কারিয়া। ১২ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান। ১২ ওভার শেষে কিংসের স্কোর ৪ উইকেটে ৮৪ রান।
শ্রীবাস্তবকে ফেরালেন ফার্নান্ডো: ১৪.১ ওভারে দিলহারা ফার্নান্ডোর বলে হরভজন সিংয়ের হাতে ধরা পড়েন তন্ময় শ্রীবাস্তব। ২৪ বলে ২৬ রান করেন তিনি। মারেন ২টি চার। ১৫ ওভার শেষে ভিলওয়ারা কিংসের স্কোর ৫ উইকেটে ১১৬ রানে। জয়ের জন্য ৫ ওভারে কিংসের দরকার ৬০ রান। ইউসুফ পাঠান ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২০ রান করেছেন।
For all the latest Sports News Click Here