Legends League Cricket: কাজে লাগল না কাইফের ৭৩, ভাজ্জির দলকে হারালেন পাঠান ভাইরা
উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র সেহওয়াগ বনাম গৌতম গম্ভীরের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। গম্ভীর প্রথম ম্যাচে মাঠে না নামায় সেই দ্বৈরথ দেখা যায়নি। তবে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে দেখা গেল হরভজন সিং ও ইরফান পাঠানের সম্মুখসমর। যদিও ম্যাচে ব্যাট-বলের টক্করের কথা বিবেচনা করলে ভাজ্জি বনাম ইউসুফ পাঠানের উপভোগ্য লড়াইয়ের সাক্ষী থাকল লখনউ।
রবিবার লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর দ্বিতীয় ম্যাচে হরভজন সিংয়ের মনিপাল টাইগার্সের বিরুদ্ধে লড়াইয়ে নামে ইরফান পাঠানের নেতৃত্বাধীন ভিলওয়ারা কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মনিপাল। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তোলে।
মহম্মদ কাইফ ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৫৯ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। এছাড়া প্রদীপ সাহু ৩০, শিবকান্ত শুক্লা ১৬ ও তাইবু ১৭ রান করেন। ফিডেল এডওয়ার্ডস ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন ইরফান পাঠান, মন্টি পানেসর ও এস শ্রীসন্ত।
আরও পড়ুন:- RSWS 2022: তিন বলে দরকার ছিল ১২ রান, পরপর ৩টি চার মেরে ম্যাচ জেতালেন হ্যাডিন, ফের হারল বাংলাদেশ
পালটা ব্যাট করতে নেমে কিংস ১৯.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২ বল বাকি থাকতে ৩ উইকেটের উত্তেজক জয় তুলে নেয় ইরফানের দল। ইউসুফ পাঠান ২৮ বলে ৪৪ রান করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া তন্ময় শ্রীবাস্তব ২৮, নিক কম্পটন ১৮, ইরফান পাঠান ১৫ ও টিনো বেস্ট ১৫ রান করেন।
আরও পড়ুন:- RSWS 2022: বাগে পেয়েও দিলশানদের হারাতে পারলেন না জন্টিরা, তিনে তিন শ্রীলঙ্কার
সাইডবটম ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৩৭ রানে ২টি উইকেট নেন মফু। ভাজ্জি ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ২১ রানে ১টি উইকেট নেন মুরলিধরন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন এডওয়ার্ডস।
For all the latest Sports News Click Here