La Liga: ডি’জংয়ের ৯২ মিনিটের গোলে লেভান্তের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বার্সেলোনার
নাগাড়ে সপ্তম লিগ ম্যাচ জয়ের খোঁজে অবনমনের আওতায় থাকা লেভান্তের বিরুদ্ধে মাঠে নেমেছিল বার্সেলোনা। এক রুদ্ধশ্বাস ম্যাচে দারুণ টক্করের পর, নাটকীয়ভাবে ইনজুরি টাইমে দলকে জয় এনে দিলেন লুক ডি’জং। ৩-২ ব্যবধানে লেভান্তেকে হারাল বার্সা।
ম্যাচের প্রথমার্ধের খেলাই স্পষ্ট করে দেয়, লিগ তালিকায় অনেক পিছনে থাকলেও, এই ম্যাচে বার্সার বিরুদ্ধে সহজে হাল ছাড়তে রাজি নয় লেভান্ত। পেদ্রিবিহীন বার্সার আক্রমণও যেন ছন্দ পাচ্ছিল না। বরং লেভান্তের হয়ে লিড নেওয়ার ভাল সুযোগ পেয়েছিলেন মোরালেস। কিন্তু দারুণভাবে বার্সার হয়ে এরিক গার্সিয়া এক গোললাইন ক্লিয়ারেন্সে বল জালে জড়ানো থেকে রুখে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে পেনাল্টি থেকে লেভান্তেকে এগিয়ে দেন মোরালেসই।
মোরালেসের প্রথম গোলের মাত্র দুই মিনিট পরেই আবারও পেনাল্টি পায় বার্সা। গার্সিয়া গোলমুখী এক শটে হাত দিয়ে বাঁধা দেওয়ায় পেনাল্টি দেওয়া হয়। তবে বার্স গোলকিপার মার্ক আন্দ্রে টারস্টেগেন। ম্যাচে ফেরার আশায় দুই তরুণ তুর্কী গাভি ও পেদ্রিক মাঠে নামান জাভি। দুই তরুণের মাঠে নামার তিন মিনিটের মধ্যে পিয়ের-এমরিক অবামেয়াং। ৬৩ মিনিটে পেদ্রি-গাভি জাদুতে গোল করে দলকে লিড এনে দেন পেদ্রি।
৮২ মিনিটে অবিশ্বাস্য মনে হলেও, ম্যাচের তৃতীয় পেনাল্টি পায় লেভান্তে। দলকে সমতায় ফেরান মেলেরো। এই গোলের পর মাঠে নামেন লুক ডি’জং। জর্দি আলবার ক্রসে জোরালো হেডারে ৯২ মিনিটে নেটে বল জড়িয়ে দেন ডি’জং। ম্যাচ জিতে নেয় বার্সা। এই ম্যাচ জিতে লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১২ পয়েন্ট কম, ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। লেভান্তে ২২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরেই রইল।
For all the latest Sports News Click Here