KRK rushed to hospital: গ্রেফতারির পর আচমকা বুকে যন্ত্রণা, হাসপাতালে কেআরকে!
দু-বছর পুরোনো বিতর্কিত টুইটের জেরে ঘোর বিপাকে কামাল রশিদ খান (Kamal Rashid Khan)। মঙ্গলবার ভোররাতে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই অভিনেতা-প্রযোজক তথা ফিল্ম সমালোচক। গতকাল তাঁকে বোরিভালি আদালতে পেশ করা হলে বিচারক কেআরকে-কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই অসুস্থবোধ করেন কেআরকে।
বুকের যন্ত্রণায় কাতরাতে থাকা কেআরকে-কে কান্দিভালি শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার অভিনেতা-প্রযোজকের আইনজীবী জানিয়েছেন হার্টের চিকিৎসার জন্যই নাকি ভারতে ফিরেছিলেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদ সংস্থা এএনআই (ANI) জানিয়েছেন, ‘কেআরকে-কে শতাব্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে, মুম্বইয়ের কান্দিভালি এলাকায়। বুকে যন্ত্রণার কথা জানানোয় তড়িঘড়ি অভিযুক্তকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২০২০ সালের বিতর্কিত টুইটের জেরে গ্রেফতার হয়েছেন কেআরকে’। আরও পড়ুন- KRK-র ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত, বিতর্কিত টুইটের জেরে মুম্বই ফিরতেই গ্রেফতার
বলিউড তারকাদের নিয়ে প্রতিদিনই বিষোদগার করেন কামাল রশিদ খান (KRK)। সলমন থেকে অক্ষয় কিংবা করণ থেকে বিরুষ্কা- তারকাদের আক্রমণ শানাতেই এখন ব্যস্ত থাকেন কেআরকে। দু-বছর ধরে কেআরকে-র খোঁজে ছিল মুম্বই পুলিশ, তবে দেশে ছিলেন না তিনি। মঙ্গলবার কাকভোরে দুবাই থেকে ফিরতেই মুম্বই এয়ারপোর্টেই তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালত কেআরকে-র জামিনের আর্জির শুনানি স্থগিত করে দেয়, আগামী ২রা সেপ্টেম্বর সেই আবেদন শুনবে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট।
এদিন আদালতের কাছে মুম্বই পুলিশ কেআরকে-র চারদিনের কাস্টডি চাইলে তা না-মঞ্জুর করে আদালত। বিদেশ থেকে বসে কোন উদ্দেশ্যে বা কার কথায় উস্কানিমূলক টুইট করে থাকেন কেআরকে- তা জানতে চায় পুলিশ। পুলিশের কথায়, কেআরকে-র একাধিক টুইট রয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন দিতে পারে। বলিউড প্রযোজকদের থেকে কোনওরকম তোলাবাজি করতে চায় কিনা কেআরকে, সেটাও খতিয়ে দেখতে চায় পুলিশ। দীর্ঘদিন ধরেই কেআরকে-র নামে লুক আউট নোটিশ জারি করেছিল মালাড পুলিশ। আরও পড়ুন-অসুস্থ সৌমিতৃষা, বারণ সত্ত্বেও শ্যুটিং জারি রেখেছেন মিঠাইরানি!
কেআরকে-র আইনজীবী জানিয়েছেন, বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং রাম গোপাল বর্মাকে নিয়ে করা টুইটের জেরে গ্রেফতার হয়েছেন কেআরকে। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, কেআরকে বারংবার মহিলাদের নিয়ে টুইটারে কুরুচিকর মন্তব্য করেছেন, এর জেরে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত মুম্বই পুলিশের।
For all the latest entertainment News Click Here