Kothamrito: ‘কথামৃত’র জয়জয়কার, কৌশিক-অপরাজিতার ছবির ঝুলিতে পরপর চারটি পুরস্কার
পরপর চারটি পুরস্কার ‘কথামৃত’-র ঝুলিতে। ছবির পরিচালনায় জিৎ চক্রবর্তী। গত ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্য়ায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবি। মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।
হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল- আয়না। বেস্ট ফিল্ম, বেস্ট অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, বেস্ট ডিরেক্টর জিৎ চক্রবর্তী, বেস্ট অরিজিনাল স্টোরি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এই ছবি। নানা ফিল্ম ফেস্টিভালে পুরস্কার নিয়ে ঝুলি ভরছে ‘কথামৃত’।
ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য। একজন বোবা (কথা বলতে না পারা) মানুষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। ছোট্টো লাল ডাইরিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলি। সেই ডাইরির নাম ‘কথামৃত’। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী অপরাজিতাকে।
আরও পড়ুন: অঝোরে কান্না অক্ষয়ের, এই আবেগঘন পুরনো ভিডিয়ো মন ছুঁলো সলমনের, কী ঘটেছিল
![<p>'কথামৃত'-র ঝুলিতে চারটি পুরস্কার</p> <p>'কথামৃত'-র ঝুলিতে চারটি পুরস্কার</p>](https://images.hindustantimes.com/bangla/img/2022/12/17/original/WhatsApp_Image_2022-12-15_at_2.35.26_PM_1671255944329.jpeg)
‘কথামৃত’-র ঝুলিতে চারটি পুরস্কার
গল্পের প্রেক্ষাপট-
পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন বোবা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি ‘কথামৃত’ নাম দিয়েছেন।
ছবিতে আরও দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। ছবির পরিচালক জিৎ চক্রবর্তী জানিয়েছেন, ‘এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই ‘কথামৃত’। জালান প্রোডাকশন-এর ব্যানারে প্রযোজক প্রীতম জালাের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই ছবি।
For all the latest entertainment News Click Here