Koffee With Karan: করণ এপিসোড পিছু এই বিশাল পারিশ্রমিক নিচ্ছেন! শুনলে চমকে উঠবেন
বিতর্কিত শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজন নিয়ে ফের একবার হাজির হয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। Disney+ Hotstar-এ এই শো-এর প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। প্রত্যাশিত ভাবেই নিজেদের একাধিক সিক্রেট এই পর্বে ফাঁস করেছেন তারকা জুটি।
এরই মধ্যে দর্শকমহলে প্রশ্ন, এই মরসুমের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন করণ? বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিটা এপিসোডের জন্য মোট ৮ অঙ্কের পরিশ্রমিক নিচ্ছেন ‘কফি উইথ করণ’ হোস্ট কেজো।
TOI-এর প্রতিবেদন অনুসারে, কফি উইথ করণ মগ, ব্রাউনিজ, ব্লুটুথ স্পিকার, ব্যক্তিগতকৃত কফি, একটি কফি ফ্রেঞ্চ, প্রেস, চকলেট এবং শ্যাম্পেন সহ এই বছরের র্যাপিড ফায়ার রাউন্ড হ্যাম্পার আরও বড় এবং দামী। এই সিজনে গিফট হ্যাম্পারে আইফোন, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং হোম ডেকোরেশন ভাউচারও থাকতে পারে।
বেশ কয়েকজন বলিউড তারকাকে শোয়ের এই সিজেনে হাজির হতে দেখা যাবে। সামান্থা রুথ প্রভু, বিজয় দেবেরাকোন্ডা এবং কিয়ারা আডবানির মতো সেলিব্রিটিরা এই বছর তাঁদের ‘কফি ডেবিউ’ করতে চলেছেন। এমনই অনিল কাপুর এবং বরুণ ধাওয়ান, হিরোপান্তির সহ-অভিনেতা কৃতি স্যানন এবং টাইগার শ্রফ, লিগার জুটি অনন্যা পান্ডে এবং বিজয় দেবেরাকোন্ডা, কবির সিং জুটি কিয়ারা এবং শাহিদ কাপুর, সামান্থার সঙ্গে অক্ষয় কুমার এবং জাহ্নবী কাপুরের সঙ্গে সারা আলি খান অতিথিদের তালিকায় রয়েছেন।
কফি উইথ করণ ছাড়াও, করণ জোহর তাঁর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাট এবং রণবীর সিং-এর সঙ্গেও শ্যুটিংয়ে ব্যস্ত। ২০১৬ সালের পর ফের একবার পরিচালকের আসনে দেখা মিলবে করণের।
For all the latest entertainment News Click Here