KKR vs RR Live: বাদ পড়লেন বেঙ্কটেশ আইয়ার, কলকাতার জার্সিতে অভিষেক অনুকূলের
পরপর পাঁচ ম্যাচে হেরে রীতিমতো কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দরজা বন্ধ না হলেও রাস্তা অত্যন্ত কঠিন। অবিলম্বে জয়ে না ফিরলে এবারের মতো লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে কেকেআরের। এই অবস্থায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL 2022-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি শ্রেয়স আইয়াররা। একটানা ব্যর্থতার ছবিটা কলকাতা বদলাতে পারে কিনা, সেটাই হবে দেখার। আপাতত লিগের ৯ ম্যাচের মধ্যে নাইট রাইডার্স জিতেছে মাত্র ৩টি ম্যাচে। হেরেছে ৬টি ম্যাচ। উল্লেখ্য, রাজস্থানের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে হারতে হয়েছিল কলকাতাকে। সঞ্জু স্যামসনরা ইতিমধ্যেই ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছেন।
ম্যাচ শুরু
রাজস্থান রয়্যালসের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জোস বাটলার ও দেবদূত পাডিক্কাল। কলকাতার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন উমেশ যাদব।
রাজস্থানের প্রথম একাদশ
জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ সিং।
কলকাতার প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ, অনুকূল রায়, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব ও শিবম মাভি।
বাদ পড়লেন বেঙ্কটেশ
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন বেঙ্কটেশ আইয়ার। তাঁর জায়গায় দলে ঢোকেল অনুকূল। হর্ষিত রানার বদলে প্লেয়িং ইলেভেনে ফেরেন শিবম মাভি। রাজস্থান ডারিল মিচেলের বদলে দলে ফেরায় করুণ নায়ারকে।
টস জিতল কলকাতা
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর দলনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। সুতরাং, ওয়াংখেড়েতে রান তাড়া করবে কলকাতা।
কেকেআরের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান
১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।\
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৭. রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে যায়।
৮. গুজরাট টাইটানসের কাছে ৮ রানে হার মানে।
৯. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
কলকাতার জার্সিতে অভিষেক হচ্ছে অনুকূলের
কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছেন অনুকূল রায়। তাঁর হাতে কেকেআর ক্যাপ তুলে দেন রিঙ্কু সিং। পিঠ চাপড়ে দেন অভিষেক নায়ারও।
প্রথম লেগের ফলাফল
চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে রাজস্থান রয়্যালস ৭ রানের সংক্ষিপ্ত ব্যাবধানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে রাজস্থান ২১৭ রান তোলে। জবাবে কলকাতা ২১০ রানে অল-আউট হয়ে যায়।
মাইলস্টোনের সামনে রাসেলরা
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়াংখেড়ের ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের সামনে। রাসেল আইপিএলে ২০০০ রান পূর্ণ করতে পারেন। যদিও তার জন্য দ্রে রাসের দরকার ৭৩ রান। অন্যদিকে সুনীল নারিন মাত্র ১৯ রান করলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০০ রান পূর্ণ করবেন।
কলকাতার পথের কাঁটা হতে পারেন বাটলার
চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন জোস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি। ইতিমধ্যেই ৫০০ রানের গণ্ডি ছাপিয়ে গিয়েছেন ব্রিটিশ তারকা। স্বাভাবিকভাবেই কলকাতার ভয় এখন বাটলারকে নিয়েই। কেকেআরের জয়ে ফেরার পথে প্রধান কাঁটা হতে পারেন তিনিই।
For all the latest Sports News Click Here