KKR vs RCB Probable XI: সাউদির জায়গায় লকি? বদলাতে পারে KKR-এর ইমপ্যাক্ট প্লেয়ারও
প্রায় চার বছর পর কলকাতায় বসছে আইপিএলের আসর। টুর্নামেন্টের নবম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তাও কেকেআর-এর ঘরের মাঠে। এ বারের প্রতিযোগিতায় ঘরের মাঠে এটাই নাইটদের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচকে ঘিরে তিলোত্তমা একেবারে আবেগে ভাসছে।
পঞ্জাব কিংসের কাছে হেরে এ বারের আইপিএল অভিযান শুরু করেছে নাইটরা। শুরুতেই খেয়েছে বড় ধাক্কা। এ বার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা বুঝেশুনে পা ফেলতে চাইছে। তবে ইডেন নাইটদের ঘরের মাঠ হলেও, দলের অধিকাংশ ক্রিকেটারেরই এই মাঠে খেলার সেই ভাবে অভিজ্ঞতা নেই। সে দিক থেকে দেখতে গেলে এই ক্ষেত্রে বরং কিছুটা এগিয়েই থাকবেন বিরাট কোহলিরা। কারণ তাঁদের দলে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ এবং আকাশ দীপ। যারা ইডেনের মাঠে হাতের তালুর মতোই চেনে। কোহলিরও এই মাঠে সাফল্য নেহাৎ কম নেই। আর দীনেশ কার্তিক তো কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। তবে কলকাতা দলের সমর্থনে ভরা ইডেনে গমগম করা শব্দব্রহ্ম বাড়তি অনুপ্রেরণা হতে পারে নাইটদের।
আরও পড়ুন: RR-কে হারিয়ে লিগ টেবলে বড় লাফ PBKS-এর, অরেঞ্জ ক্যাপের দৌড়ে শিখরও
তবে পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারের পর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কয়েকটি বদল হতে পারে নাইটদের দলে। সম্ভবত চোট সারিয়ে লকি ফার্গুসন ফিরতে পারেন দলে। বদলে বিশ্রাম দেওয়া হতে পারে টিম সাউদিকে। বিদেশিদের মধ্যে রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের একাদশে থাকা নিশ্চিত। আর ভারতীয়দের মধ্যে অনুকূল রায়ের খেলার সম্ভাবনা প্রায় নেই। বদলে নারায়ণ জগদীশন সুযোগ পেতে পারেন। বেঙ্কটেশ আইয়ার এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে থাকতে পারেন।
আরও পড়ুন: কোহলিদের আটকাতে কী স্ট্র্যাটেজি নেবে নাইটরা? কোন বিষয়ে হতে হবে সতর্ক?
এ দিকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জিতে আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ এবং আকাশকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে আরসিবি।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): নারায়ণ জগদীশন, রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
দুই দলের সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): নারায়ণ জগদীশন, রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, অনুকূল রায়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার অপশন: অনুকূল রায়, সুয়শ শর্মা, মনদীপ সিং, বেঙ্কটেশ আইয়ার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, সুয়শ প্রভুদেশাই, হার্ষাল প্যাটেল, আকাশ দীপ, ডেভিড উইলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, আকাশ দীপ, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ
ইমপ্যাক্ট প্লেয়ার অপশন: অনুজ রাওয়াত, সুয়শ প্রভুদেশাই, মহিপাল লোমর, সোনু যাদব, কর্ণ শর্মা।
For all the latest Sports News Click Here