KKR vs PBKS Live: বল হাতে নিয়েই লিভিংস্টোনকে ফেরালেন বরুণ, ৩ উইকেট হারাল পঞ্জাব
লাইভ আপডেটস
Updated: 08 May 2023, 08:07 PM IST
Abhisake Koley
Kolkata Knight Riders vs Punjab Kings IPL 2023: ইডেনে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস।
মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠে শিখর ধাওয়ানদের বিরুদ্ধে ফিরতি লেগের লড়াই নীতীশ রানাদের। স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার মানসিকতা চোখে পড়বে নাইটদের খেলায়। যদিও নিছক প্রতিশোধ নেওয়ার খাতিরে নয়, বরং প্লে-অফের দৌড়ে টিকে থাকার উদ্দেশ্যেই ইডেনে পঞ্জাবকে হারানো জরুরি কেকেআরের। কেননা লিগের বাকি সব ম্যাচগুলিই কলকাতার কাছে কার্যত ডু অর ডাই লড়াইয়ে পরিণত হয়েছে। অন্যদিকে পঞ্জাব কিংসও লিগ টেবিলে খুব স্বস্তিতে নেই। তারা কলকাতার থেকে তুলনায় সুবিধাজনক পরিস্থিতিতে থাকলেও এই ম্য়াচ হারলেই কেকেআরের সঙ্গে একই মেরুতে এসে ঠেকবে ধাওয়ানদের চলতি আইপিএল অভিযান।
লিয়াম লিভিংস্টোন আউট
৫.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন। পঞ্জাব রিভিউ নিলেও আম্পায়ার্স কলে মাঠ ছাড়তে হয় লিয়ামকে। তিনি ৯ বলে ১৫ রান করেন। মারেন ৩টি চার। পঞ্জাব ৫৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৫৮ রানষ ধাওয়ান ২৫ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল পঞ্জাব
পঞ্চম ওভারে আন্দ্রে রাসেলের বলে ৩টি চার মারেন লিয়াম লিভিংস্টোন। ১টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে ১৯ রান ওঠে। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৫১ রান। ধাওয়ান ২০ ও লিয়াম ১৪ রান করেছেন।
ভানুকা রাজাপক্ষে আউট
৩.৪ ওভারে হর্ষিত রানার বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়েন ভানুকা রাজাপক্ষে। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পঞ্জাব ২৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৩২ রান। হর্ষিত ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
বৈভবের ওভারে ৫ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন বৈভব আরোরা। তৃতীয় বলে চার মারেন ধাওয়ান। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২৬ রান। ১৪ রানে ব্যাট করছেন ধাওয়ান। বৈভব ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
প্রভসিমরনের দুরন্ত ক্যাচ ধরলেন গুরবাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। চতুর্থ বলে ১ রান নেন গব্বর। ওভারের শেষ বলে গুরবাজের দস্তানায় ধরা পড়েন প্রভসিমরন। দুরন্ত ক্যাচ ধরেন রহমানউল্লাহ। ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১২ রান করেন প্রভসিমরন। পঞ্জাব ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভানুকা রাজাপক্ষে।
ম্যাচ শুরু, বৈভবের প্রথম ওভারেই ১২ রান
ক্যাপ্টেন ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন প্রভসিমরন সিং। কলকাতার হয়ে বোলিং শুরু করেন বৈভব আরোরা। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন প্রভসিমরন। পঞ্চম ও ষষ্ঠ বলে আরও ২টি চার মারেন তিনি। প্রথম ওভারে ১২ রান তোলে পঞ্জাব।
দু’দলের পরিবর্ত ক্রিকেটার
কলকাতা- জেসন রয়, অনুকূল রায়, নারায়ন জগদীশান, লকি ফার্গুসন ও কুলবন্ত খেজরোলিয়া।
পঞ্জাব- ন্যাথন এলিস, সিকন্দর রাজা, অথর্ব টাইডে, মোহিত রথী ও ম্যাথিউ শর্ট।
পঞ্জাবের প্রথম একাদশ
প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার ও আর্শদীপ সিং।
কেকেআরের প্রথম একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।
টস জিতল পঞ্জাব
কলকাতার বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে শিখর ধাওয়ান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে নাইট রাইডার্স। পঞ্জাব ম্যাথিউ শর্টকে বসিয়ে ভানুকা রাজাপক্ষেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। কলকাতা তাদের কম্বিনেশনে বদল করার পথে হাঁটেনি। কেকেআর প্রথম একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে রাখে। সুতরাং, দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে জেসন রয়ের ব্যাট করতে নামা কার্যত পাকা।
হাই-স্কোরিং ম্যাচ দেখা যেতে পারে ইডেনে
ইডেনের পিচে কোনও টার্গেটকেই নিরাপদ দেখাচ্ছে না। রানে ভরা বাইশগজে ফের ছড়ি ঘোরাতে পারেন ব্যাটসম্যানরা। সুচতাং, ফের হাই-স্কোরিং ম্য়াচ দেখা যেতে পারে কলকাতায়।
শক্তি বেড়েছে কলকাতার
পঞ্জাব ম্যাচের আগে নাইট শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস। তাঁকে লিটন দাসের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে কলকাতা। নিশ্চিতভাবেই চার্লস দলের সঙ্গে যোগ দেওয়ায় কলকাতার শক্তি বেড়েছে। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের বাড়তি বিকল্পও হাতে এসেছে কেকেআরের।
কেকেআরের প্রথম ১০টি লিগ ম্যাচের ফলাফল
১. পঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরে যায়।
২. আরসিবিকে ৮১ রানে হারিয়ে দেয়।
৩. গুজরাট টাইটানসকে ৩ উইকেটে পরাজিত করে।
৪. সানরাইজার্স হায়দরবাদার কাছে ২৩ রানে হেরে যায়।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হার মানে।
৭. সিএসকের কাছে ৪৯ রানে পরাজিত হয়।
৮. আরসিবিকে ২১ রানে হারিয়ে দেয়।
৯. গুজরাট টাইটানসের কাছে ৭ উইকেটে হেরে যায়।
১০. সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে দেয়।
একলাফে পাঁচে উঠে আসতে পারে KKR
ইডেনে পঞ্জাবকে হারালে একলাফে লিগ টেবিলের পাঁচে উঠে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে কলকাতার সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। পঞ্জাব, মুম্বই, ব্যাঙ্গালোর ও রাজস্থানের সংগ্রহে রয়েছে ১০ পয়েন্ট করে। একমাত্র রাজস্থান ছাড়া কলকাতার নেট রান-রেট বাকি তিনটি দলের থেকে ভালে। সুতরাং, এই ম্যাচ জিতলে নীতীশরা রাজস্থানের পিছনে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে আসতে পারেন।
প্রথম লেগের ফলাফল
মোহালিতে আইপিএল ২০২৩-র প্রথম লেগের ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। শুরুতে ব্যাট করে পঞ্জাব ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে। ভানুকা রাজাপক্ষে ৫০ ও শিখর ধাওয়ান ৪০ রান করেন। পালটা ব্যাট করতে নেমে কলকাতা ১৬ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। আন্দ্রে রাসেল ৩৫ ও বেঙ্কটেশ আইয়ার ৩৪ রান করেন।
For all the latest Sports News Click Here