KKR vs PBKS Live: টস জিতল কলকাতা, পঞ্জাবের জার্সিতে আত্মপ্রকাশ কাগিসো রাবাদার
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও কলকাতা নাইট রাইডার্সকে আরসিবির বিরুদ্ধে পরের ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। অন্যদিকে পঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই মায়াঙ্ক আগরওয়ালরা জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে কলকাতার বিরুদ্ধে লড়াইয়ে নামবে। কেকেআরকে মাঠে নামতে হবে হার থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে। পঞ্জাব জয় দিয়ে নতুন মরশুম শুরুর পরে নিজেদের প্রস্তুতি জমাট করার পর্যাপ্ত সময় পেয়েছে হাতে। কেকেআরকে হারের ধাক্কা সামলে উঠে তড়িঘড়ি নতুন ম্যাচে মাঠে নামার জন্য তৈরি হতে হয়েছে। এখন দেখার যে, পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচ শুরু
পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব।
পঞ্জাবের প্রথম একাদশ
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডিন স্মিথ, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, রাহুল চাহার ও কাগিসো রাবাদা।
কেকেআরের প্রথম একাদশ
বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
জ্যাকসনে মোহভঙ্গ কলকাতার
প্রথম দু’ম্যাচে মাঠে নামার পরেই শেলডন জ্যাকসনের জায়গা হল কেকেআরেরে রিজার্ভ বেঞ্চে। কলকাতা বাড়তি বোলার খেলানোর তাগিদেই জ্যাকসনের বদলে শিবম মাভিকে প্রথম একাদশে সুযোগ করে দেয়। উইকেটকিপিং করবেন স্যাম বিলিংস।
পঞ্জাবের জার্সিতে আত্মপ্রকাশ রাবাদার
পঞ্জাব কিংসের হয়ে কেকেআরের বিরুদ্ধে প্রথমবার মাঠে নামছেন কাগিসে রাবাদা। তিনি সন্দীপ শর্মার বদলে পঞ্জাবের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তাঁর হাতে পঞ্জাবের টুপি তুলে দেন কোচ অনিল কুম্বলে।
টস জিতল কলকাতা
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। সুতরাং, ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করবে কলকাতা।
জয়ে ফিরতে মরিয়া নাইট রাইডার্স
আইপিএলের একেবারে শুরুর দিকে সব দলই রীতিমতো আগোছাল পরিস্থিতিতে দাঁড়িয়ে। সেই সুযোগটা কাজে লাগিয়েই টুর্নামেন্টের শুরুর দিকে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করে নিতে চায় কেকেআর। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতাকে হারের মুখ দেখতে হয়েছে আরসিবির কাছে। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া নাইট রাইডার্স। অন্যদিকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করা পঞ্জাব কিংসের নজর ধারাবাহিকতা বজায় রাখায়।
For all the latest Sports News Click Here