KKR vs DC Live: টসে জিতে ফিল্ডিং নিলেন মর্গ্যান, অভিষেক হচ্ছে টিম সাউদির
আইপিএলের দ্বিতীয় পর্বে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছে। এ দিকে নাইটরাও দ্বিতীয় পর্বে শুরুটা ভাল করেছিল। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়েছে। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াই করেও ২ উইকেটে হেরেছে তারা। আজ আর কোনও রকম ভুল করতে রাজি নয় ইয়ন মর্গ্যান। দিল্লিকে হারিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চায় নাইট রাইডার্স।
দিল্লির ইনিংস শুরু
পৃশ্বী শ’র জায়গায় ওপেন করছেন স্টিভ স্মিথ। সঙ্গে রয়েছেন শিখর ধাওয়ান। আগের ম্যাচে খেলতে পারেননি ধাওয়ান। তাই আজ নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন তিনি। স্মিথও দলে ফিরে নিজেকে প্রমাণ করতে চাইবেন।
কলকাতা এবং দিল্লির প্রথম একাদশ
কলকাতার প্রথম একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, টিম সাউদি, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র।
মুম্বইয়ের প্রথম একাদশ: শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, সিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।
টসে জিতল কেকেআর
টসে জিতে ফিল্ডিং নিলেন ইয়ন মর্গ্যান। কিন্তু প্রশ্ন উঠেছে, মর্গ্যানের এই সিদ্ধান্ত কি সঠিক? কেকেআর অধিনায়কের মতে, রাসেল খেলছেন না আজ। অনেক ভাবনাচিন্তা করেই নাকি তিনি দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছেন। আসলে কেকেআর-এর বোলিং ততটা শক্তিশালী নয়। আগের ম্যাচে বোলিং-এর জন্য ম্যাচ হাতছাড়া হয়েছে। সেই তুলনায় ব্যাটিং অর্ডার শক্তিশালী। রান তাড়া করে জেতাটা নাইটদের পক্ষে সুবিধেজনক মনে করেছেন বলেই সম্ভবত ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছেন মর্গ্যান। পন্ত আবার মনে করছেন, এই উইকেটে প্রথমে ব্যাট করে ১৫০-১৬০ রান কঠিন টার্গেট হবে।
গাভাসকরের পরামর্শ
যে দল টসে জিতবে, তাদের প্রথমে ব্যাট করার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কর। কারণ শারজার পিচে রান তাড়া করে জেতার রেকর্ড মোটেও ভাল নয়। পিচ স্লো হয়ে যাচ্ছে। বল ঘুরছে। পরে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়ছেন ক্রিকেটাররা।
জিতবে কারা
কেকেআর-এর ব্যাটিং পারফরম্যান্স কিন্তু বেশ ভাল। কারণ রানরেটে তারা এগিয়ে রয়েছে। মার খেয়ে যাচ্ছে বোলিং বিভাগ। সেই সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন, কলকাতা দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের ছোটখাটো কিছু ভুলই চাপে ফেলে দিচ্ছে নাইটদের। অন্য দিকে দিল্লি আত্মবিশ্বাসী এবং প্রত্যেকটি প্লেয়ার ছন্দে রয়েছে। চোট সারিয়ে দলে ফিরে শ্রেয়স আইয়ারও ভালো খেলছে। সব মিলিয়ে দিল্লি এখন ব্যালেন্সড দল।
For all the latest Sports News Click Here