KKR-র ডেথ বোলিংয়ে দুর্বলতা নিয়ে উদ্বেগ, সম্ভাব্য সমাধান বাতলালেন ইরফান পাঠান
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই মরশুমের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। গতবারের ফাইনালিস্ট কেকেআরের দলের বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, দলের ডেথ বোলিংটা বেশ কমজোর। এই সমস্যা দূর করার জন্যই নাইটদের পরামর্শ দিলেন ইরফান পাঠান।
২০২১ সালে কেকেআর ডেথ ওভারগুলিতে ৯.২৪ গড়ে রান দিলেও সবচেয়ে বেশি ৪৬টি উইকেট নিয়েছিল। গত মরশুমে আমরিশাহি লেগে ৮.২৮ গড়ে নাইটদের নেওয়া ২৯ উইকেটও ওই লেগ সেরা। তবে গত দুই মরশুমে কেকেআরের ডেথ বোলিংয়ের প্রধান অস্ত্র লকি ফার্গুসন এ মরশুমে আর নাইট দলে নেই। প্যাট কামিন্সের ডেথ বোলিং খুব একটা আহামরি নয়। তাই অনেকে কেকেআরের এই বিভাগটা নিয়ে বেশ চিন্তায়।
Star Sports-র Game Plan নামক শোয়ে নাইটদের এর সম্ভাব্য সমাধান হিসাবে ইরফান বলেন, ‘কেকেআরের ক্ষেত্রে বড় সমস্যা হল ডেথ বোলিং। ওরা বরুণ চক্রবর্তীকে দিয়ে শেষে দুই ওভার বল করিয়ে এই সমস্যার খানিকটা সমাধান করতে পারে কিন্তু। এটা নিঃসন্দেহে বেশ ঝুঁকিপূর্ণ হবে। তবে ওদের দলে সুনীল নারিনও তো রয়েছে। তাই বরুণকে পাওয়ার প্লের পর দুই ওভার করিয়ে শেষের জন্য ওর দুই ওভার বাঁচিয়ে রাখতেই পারে কেকেআর।’
বরুণ যদি ডেথ ওভারে বোলিং করে, তাহলে বর্তমানে খাতায় কলমে কেকেআরের ডেথ বোলিং দুর্বল দেখালেও, সেই সমস্যা দূর হতে পারে বলে মনে করছেন ইরফান। ‘বরুন ডেথে বল করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। কারণ সেক্ষেত্রে শিবম, উমেশ এক ওভার করে করতে পারে। রাসেল ফিট থাকলে ও দুই ওভার করে দেবে। তবে বরুণ চক্রবর্তীকে দিয়ে যদি বল করানো যায়, তাহলে পরিস্থিতি এখন যা মনে হচ্ছে, তার থেকে অনেকটাই ভাল দেখাবে। দাবি ভারতীয় প্রাক্তনীর।’
For all the latest Sports News Click Here