KKR তারকার সঙ্গে কাজ করেছেন, সেই পাওয়ার হিটিং বিশেষজ্ঞকেই বড় দায়িত্ব দিল PBKS
শুভব্রত মুখার্জি
আইপিএলের আসন্ন মরশুমের জন্য ইংল্যান্ডের পাওয়ার হিটিং স্পেশালিস্ট জুলিয়ান উডকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল পঞ্জাব কিংস। সারা বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে তিনি বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে। পাওয়ার হিটিং কোচ হিসেবে তিনি যথেষ্ট পরিচিত।
প্রসঙ্গত, ২০০৬ সালে শেষবার উড প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছিলেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। তবে কাউন্টি ক্রিকেটে তিনি হ্যাম্পশায়ার দলের হয়ে নিয়মিত খেলেছিলেন। তিনি ২৭ টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৩৫ টি লিস্ট-এ ম্যাচে যথাক্রমে ৯৬০ রান এবং ১১৩১ রান করেন। পাওয়ার হিটিংয়ে উডের স্পেশাল টেকনিকের জন্য তিনি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন।
পঞ্জাব কিংস দলের অফিসিয়াল সাইটে উডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইপিএলের আগে ও তিনি বিবিএল এবং সিপিএলে ও যুক্ত ছিলেন। ৫৩ বছরের উড ইতিমধ্যেই পৃথ্বী শ, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা স্যাম বিলিংস, বেন স্টোকস, বেনি হাওয়েলের মতো পাওয়ার হিটারদের সঙ্গে কাজ করেছেন। উডের মতে, পাওয়ার হিটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, হাত এবং চোখের কো অর্ডিনেশন। আধুনিক ক্রিকেট অনেকটাই বদলে গিয়েছে। এখানে আগের মতো পাওয়ার হিটিংয়ের জন্য শুধু কাঁধ নয়, পশ্চাদদেশ এবং টরসো অঞ্চলের ও শক্তিশালী হওয়া প্রয়োজন।
For all the latest Sports News Click Here