KKR-এ স্ট্রাইক রেট ছিল ১০৩, আজ ছুঁল ২৪৪! নাইট ডাগ-আউটে বল পাঠিয়ে বার্তা রাহানের?
কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যখন খেলতেন, তখন স্ট্রাইক রেট ছিল ১০৩.৯। সেই কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ঝড় তুললেন অজিঙ্কা রাহানে। এক বছর আগে যে দল তাঁকে ছেঁটে ফেলেছিল, সেই দলের বিরুদ্ধেই রবিবার ২৯ মাত্র বলে ৭১ রান করেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) নয়া ‘ড্রিমবয়।’ স্ট্রাইক রেট থাকল ২৪৪.৮২। ছ’টি চার মারেন। ইডেনের গ্যালারিতে উড়ে যায় পাঁচটি ছক্কা। তবে আজ রাহানের কৃতিত্ব খাটো না করলেও কেকেআরের জঘন্য বোলিং নিয়ে প্রশ্ন উঠছেই। কেকেআরের অধিনায়ক নীতিশ রানাকে দেখে মনে হচ্ছে যে তাঁদের কাছে কোনও পরিকল্পন নেই। কিছু ‘সাজেশন’ মুখস্থ করে এসেছেন। তার বাইরে কিছু হলেই দিশেহারা হয়ে পড়ছেন।
রবিবার যে শুধু চিরাচরিত শট খেলেছেন রাহানে, তা নয়। কয়েকটি উদ্ভাবনী শটও মারেন। ১৮ তম ওভারের শেষ বলটা অফস্টাম্পের বাইরে করেন কুলবন্ত খেজরোলিয়া। রাহানে যে শটটা মারেন, সেটা একেবারেই রাহানে সুলভ শট ছিল না। ব্যাট হালকা বেঁকিয়ে ডিপ থার্ডের দিকে ঠেলে দেন। ”র্যাম্প’ করেন দেন রাহানে। সেটা বাউন্ডারির ঠিক আগে পড়ে কেকেআরের ডাগ-আউটে চলে যায়। যা দেখে অনেকের বক্তব্য, এটা নাইট ব্রিগেডকে বার্তা দিলেন রাহানে? সেই উত্তরটা শুধুমাত্র রাহানেই দিতে পারবেন না। তবে ২০২২ সালে যখন কেকেআরে খেলেছিলেন, তখন সত্যিই তাঁর পারফরম্যান্স অত্যন্ত নিম্নমানের ছিল।
আরও পড়ুন: KKR vs CSK Live: বাতিল ঘোড়া রাহানেই ধ্বংস করল কেকেআরকে, রানের পাহাড়ে চেন্নাই
২০২২ সালের আইপিএলে যখন কেকেআরের জার্সি পরে খেলেছিলেন, তখন অবশ্য রবিবারের ফর্মের ধারেকাছেও রাহানেকে দেখা যায়নি। মরশুমের প্রথমদিকে খেলালেও ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা। সাতটি ম্যাচে মাত্র ১৩৩ রান করেছিলেন। গড় ছিল ১৯। স্ট্রাইক রেট ছিল ১০৩.৯। মোট ১৪৪ রান করেছিলেন। তারপর স্বভাবতই রাহানেকে ছেঁটে ফেলেছিল কেকেআর।
আরও পড়ুন: MS Dhoni in KKR vs CSK: শুধু কলকাতার ভালোবাসা নয়, অন্য একটা কারণে ইডেনে হলুদ সমুদ্র! ফাঁস করলেন খোদ ধোনি
সেখানে এবার এখনও পর্যন্ত আইপিএলে পাঁচটি ম্যাচে ২০৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৭১ রান করেছেন। গড় ৫২.২৫। স্ট্রাইক রেট ১৯৯.০৪। মেরেছেন ১৮ টি চার এবং ১১ টি ছক্কা। শুধুমাত্র একটি ইনিংসেই রান পাননি তিনি। কিন্তু বাকি চারটি ইনিংসে এমন খেলেছেন যে তাঁকে ভয় পাবে যে কোনও প্রতিপক্ষ।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here