KKR-এর হয়ে ফ্লপ, দেশের জার্সিতে সুপারহিট ফিঞ্চ, সিংহলিদের দুরমুশ করল অস্ট্রেলিয়া
১টি হাফ-সেঞ্চুরি ছাড়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজর কাড়তে পারেননি অ্যারন ফিঞ্চ। তবে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই সুপারহিট পারফর্ম্যান্স উপহার দিলেন অজি দলনায়ক।
ডেভিড ওয়ার্নার ও জোস হ্যাজেলউড আইপিএলের ধারাবাহিকতা বজায় রাখলেন জাতীয় দলের হয়েও। ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন আরসিবির হয়ে চমক দেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। যার মিলিত ফল, সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৬ বল বাকি থাকতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১৯.৩ ওভারে তারা ১২৮ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৪ ওভারে বিনা উইকেটে ১৩৪ রান তুলে ম্যাচ জিতে যায়।
আরও পড়ুন:- ICC Ranking: বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম দশে মিতালি-মন্ধনা, বোলার ও অল-রাউন্ডারদের তালিকায় প্রথম সারিতে বাংলার ঝুলন
শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশঙ্কা ৩৬, দনুষ্কা গুণতিলকে ২৬, চরিথ আসালঙ্কা ৩৮ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৭ রান করেন। জোস হ্যাজেলউড ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। মিচেল স্টার্ক ২৬ রানে ৩টি উইকেট পকেটে পোরেন।
আরও পড়ুন:- Ranji Trophy: এটাই হল প্লাস পয়েন্ট, রঞ্জির কোয়ার্টারে বাংলার রানের পাহাড়ে চড়ার পিছনে কারণ জানালেন অনুষ্টুপ
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে ফিঞ্চ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। ডেভিড ওয়ার্নার ৯টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৭০ রান করে নট-আউট থাকেন। হাসারাঙ্গা ২ ওভারে ২৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হ্যাজেলউড।
For all the latest Sports News Click Here