KKR অনুশীলন থেকে মিলল বড় ক্লু, SRH ম্যাচে রাহানের বাদ পড়া কার্যত নিশ্চিত
পাঁচ ম্যাচে ব্যর্থতার পর বাদ পড়তে চলেছেন অজিঙ্কা রাহানে। তবে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কের পরিবর্তে অ্যারন ফিঞ্চ নন, বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে পারেন স্যাম বিলিংস। দৌড়ে আছেন অভিজিৎ তোমরও। তেমনই ইঙ্গিত মিলল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুশীলনে।
সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে বৃহস্পতিবার নেটে প্রস্তুতি সারেন কেকেআর তারকারা। কেকেআরের তরফে যে লাইভ করা হয়, তাতে বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, বিলিংস এবং অভিজিৎকে টপ অর্ডারে ব্যাট করতে দেখা গিয়েছে। চোখে পড়েনি রাহানেকে। ম্যাচের আগেরদিন সেই দৃশ্য ধরা পড়ায় সংশ্লিষ্ট মহলের মতে, খারাপ ফর্মের জেরে রাহানেকে এবার বাদই দিতে চলেছে কেকেআর।
তবে ওপেনিংয়ে ফিঞ্চ নন, বিলিংস খেলতে পারেন
রাহানের পরিবর্তে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফিঞ্চের নাম উঠে এসেছে। তবে কেকেআরের অনুশীলন থেকে ইঙ্গিত, তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও আপাতত ফিঞ্চকে মাঠের বাইরেই বসতে হবে। পরিবর্তে দৌড়ে এগিয়ে আছেন বিলিংস। যিনি শ্রেয়স এবং বেঙ্কটেশের সঙ্গে প্রথমদিকেই ব্যাট করেছেন। তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা গিয়েছে নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালামকে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর বা KKR) সংক্রান্ত যাবতীয় খবর দেখতে এখানে ক্লিক করুন
সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার আইপিএলে বিলিংস বড় রান না পেলেও একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। সেইসঙ্গে ব্যাটার হিসেবে অপর উইকেটকিপার শেলডন জ্যাকসনের তুলনায় তাঁর উপর বেশি ভরসা দেখিয়েছে নাইট শিবির। অনুশীলন থেকেও ইঙ্গিত যে প্রথম একাদশে থাকবেন বিলিংস। সেক্ষেত্রে কেকেআরের বিদেশি কোটা পূর্ণ হয়ে যাবে – বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং প্যাট কামিন্স। ফলে ফিঞ্চের কোনও সুযোগ নেই।
দৌড়ে আছেন তোমরও
ওপেনার হিসেবে তোমর ভালোমতো দৌড়ে আছেন। নেটে ব্যাট করেছেন টপ অর্ডারের সঙ্গে। নিজের রাজ্য দল রাজস্থানের হয়েও ওপেন করেন। সেক্ষেত্রে ‘ফাটকা’ হিসেবে তাঁকে নামিয়ে দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে পাঁচ নম্বরেই ব্যাট করবেন বিলিংস।
আরও পড়ুন: ‘সস্তায় পুষ্টিকর’ রাহানেকে দিয়ে অভাব মেটেনি গিলের, KKR-এর ওপেনে এই তিনজন হতে পারেন বিকল্প
For all the latest Sports News Click Here