Kisi Ka Bhai Kisi Ka jaan: বড় চুলে ঢাকছে মুখ, সলমনের প্রথম টিজার নিয়ে হৈচৈ
২৬ অগস্ট বলি কেরিয়ারে ৩৪ বছরে পা রেখেছিলেন সলমন খান। আর তা উপলক্ষেই পরের ছবি ‘কিসি কা ভাই.. কিসি কা জান’-এর ফার্স্ট লুক শেয়ার করেন সলমন খান। এর আগে এই ছবির নাম রাখা হয়েছিল ‘কাভি ইদ কাভি দিওয়ালি’। তবে নাম বদলে দেওয়া হয়। এবার সামনে এল একটি ছোট্ট টিজার। সোমবার দাবাং খান নিজেই তা শেয়ার করে নিয়েছেন সোশ্যালে।
টিজারে সলমনকে দেখা গেল খয়েরি রঙের শার্ট আর নীল জিন্সে। মুখে চাপদাড়ি, বড় বড় চুল ঢেকে রেখেছে মুখ, হাতে সেই ট্রেডমার্ক সলমন ব্রেসলেট, কানে মাকরি। সলমনের এই লুক তাঁর ভক্তদের মনে ইতিমধ্যেই ঝড় তুলেছে। এখনও সলমনের ছবি মানেই অনেকের কাছেই ফার্স্ট ডে ফার্স্ট শো। সব ভক্তেদর কাছে তিনি হয় ভাই, নয়তো জান! আরও পড়ুন: জুতো পরে গণপতি বিসর্জন রাহুল বৈদ্য-দিশা পারমারের, ক্ষোভ উগড়ে দিলেন নেট-নাগরিকরা
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সলমন ছাড়াও দেখা মিলবে পূজা হেগড়ে, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ও সলমন-ঘনিষ্ঠ শেহনাজ গিল। আরও পড়ুন: রাজের বাড়িতে কী কী কাজ করতে হয়? বিবাহিত জীবন ফাঁস করলেন শুভশ্রী দিদি নম্বর ১-এ
তবে তার আগে সলমন ভক্তদের কাছে আসবেন ‘টাইগার থ্রি’ ফ্র্যাঞ্চায়েজির তিন নম্বর ছবি নিয়েই। এখানেও ভাইজানের নায়িকা ক্যাটরিনা কাইফ। গত দুবছর ধরে হয়েছে শ্যুট। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা। সঙ্গে শাহরুখ খানের পাঠান সিনেমাতেও কেমিও করার কথা রয়েছে তাঁর। সলমনের শেষ দুটো ছবি রাধে আর অন্তিম সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে, এখন দেখার পরের দুটো ছবিতে কী খেল দেখান তিনি।
For all the latest entertainment News Click Here