Khukumoni Home Delivery: খলনায়িকা এবার নায়িকা, খুকুমণির নায়ক হচ্ছে কে জানেন?
বাংলা টেলিভিশনে এখন নতুন সিরিয়ালের ছড়াছড়ি। সদ্যই শুরু হয়েছে, ‘সর্বজয়া’,‘উমা’,’আয় তবে সহচরী’-র মতো ধারাবাহিক। তার মাঝেই বৃহস্পতিবার সামনে এল স্টার জলসার আরও এক আসন্ন ধারাবাহিকের প্রোমো। ‘খুকুমণি হোম ডেলিভারি’-র প্রোমো দেখে কিছুটা হতবাক দর্শক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় কে থাকছেন তা তো ইতিমধ্যেই স্পষ্ট। দীপান্বিতা রক্ষিতকে এই সিরিয়ালে দেখা যাবে খুকুমণির ভূমিকায়। যাঁকে এর আগে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের চুমকির চরিত্রে দেখেছে দর্শক। সাঁঝের বাতির দ্বিতীয় সিজন অর্থাৎ ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র অংশ হননি দীপান্বিতা। এবার একদম ভোল পালটে হাজির হচ্ছেন তিনি। ‘সাঁঝের বাতি’তে খলনায়িকা হিসাবেই শুরু হয়েছিল তাঁর জার্নি, এবার নায়িকার ভূমিকায়।
লকডাউনে অনেকেই শুরু করেছেন নিজের ব্যবসা, তেমনই এক সাধারণ মেয়ের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশনের ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দর্শকেরা দেখতে পাবেন একটি নতুন জুটিকে। টেলিপাড়া সূত্রে খবর, সিরিয়ালেন দীপান্বিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে, অর্থাত্ ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের বোধিকে।
মাসকয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’। তারপর থেকে ছোটপর্দা থেকে দূরেই ছিলেন রাহুল, কিন্তু বোধয়ানের চরিত্রে তাঁর অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শক মনে। এবার নতুন সিরিয়াল নিয়ে স্টার জলসার পর্দাতেই ফিরছেন রাহুল, সঙ্গী দীপান্বিতা। শোনা যাচ্ছে, চলতি মাসেই শ্যুট হবে ধারাবাহিকের প্রোমো। পুজোর পর সম্প্রচার শুরু এই সিরিয়ালের। স্বভাবতই প্রশ্ন উঠছে, কোন স্লটে দেখা যাবে এই ধারাবাহিক? কোনও সিরিয়াল কি বন্ধ হবে? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন পুজোর পর বন্ধ হচ্ছে ‘মোহর’। তাই ফের একবার বড়সড় রদবদল হবে স্টার জলসার শেডিউলে।
For all the latest entertainment News Click Here