Khelo India Winter Games 2023: আইস স্কেটিংয়ে সোনা জিতলেন একলব্য, বড় সাফল্য
খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের তৃতীয় এডিশন। আর সেই গেমসে সর্ট ট্র্যাক আইস স্কেটিংয়ে দুটি সোনা জিতলেন একলব্য জগল। ১৫-১৯ অনুর্ধ গ্রুপে তিনি এই আইস স্কেটিংয়ে অংশ নিয়েছিলেন। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের এই টুর্নামেন্ট জম্মু ও কাশ্মীরের গুলমার্গে অনুষ্ঠিত হয়েছিল। গত ১০-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়। সেখানেই সোনা জয় একলব্যের।
তিনি অ্যামিটি ইন্টারন্যাশানাল স্কুল নয়ডার দশম শ্রেণির ছাত্র। ২৮জন স্কেটারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে এটাই ছিল তাঁর প্রথম যোগদান। আর সেখানেই বড় সাফল্য।
গোটা দেশ থেকে অন্তত ১৫০০ ক্রীড়াবিদ এই শীতকালী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। ১১টি উইন্টার স্পোর্টস ছিল এই প্রতিযোগিতায়। অ্য়ালপাইন স্কিয়িং, স্কেলিটন, স্কি মাউন্টেনারিং, আইস স্কেটিং, আইস হকি সহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়েছিল এই শীতকালীন প্রতিযোগিতায়।
তবে শর্ট ট্র্যাক আইস স্কেটিং চাম্পিয়নশিপে এর আগেও সাফল্য পেয়েছেন একলব্য। একাধিক আন্তর্জাতিক আইস স্কেটিং প্রতিযোগিতায় তিনি ভারতকে প্রতিনিধিত্ব করেছেন।
২০২০ সালের জানুয়ারি মাসে সাউথ ইস্ট এশিয়া ওপেন ট্রফিতেও ব্রোঞ্জ পেয়েছিলেন একলব্য। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। ২০১৮ সালের অক্টোবর মাসেও অস্ট্রেলিয়ান ওপেন শর্ট ট্রাক স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপেও তিনি ৫০০ মিটার ফাইনালে তৃতীয় হয়েছিলেন।
তবে এবার একেবারে বড় সাফল্য। জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও তিনি এর আগে একাধিক সাফল্য পেয়েছিলেন।
২০২৪ সালে ইয়ুথ অলিম্পিকের জন্য় তৈরি হচ্ছেন একলব্য। ২০২৬ সালের উইন্টার অলিম্পিকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। বরফ ও বরফবিহীন ট্র্য়াকেও তিনি কঠিন অনুশীলন করছেন। লক্ষ্য, আরও সাফল্য পাওয়া। লক্ষ্য, দেশের মুখ উজ্জ্বল করা। রোজ সকাল সাড়ে ৪টে নাগাদ তিনি ঘুম থেকে ওঠেন। এরপর চলে ঘড়ি ধরে অনুশীলন। রোজ ৭-৮ কিমি দৌড় প্র্যাকটিশ করেন তিনি। তারপর শুরু হয়ে স্কেটিং অনুশীলন। আর সেই কঠিন অনুশীলনের জেরে তাঁর সোনা জয়।
For all the latest Sports News Click Here