KBC 14: হট সিটে বসেই কান্না শুরু মহিলা প্রতিযোগীর, চেয়ার ছেড়ে অমিতাভ চলে গেলেন…
কেবিসি ১৪ শুরু থেকেই হিট। নিজের চার্মিং অবতার দিয়ে একের পর এক মানুষের মন জয় করে নিচ্ছেন অমিতাভ বচ্চন। এইবার দেখা গেল এক মহিলা প্রতিযোগীর চোখের জল মুছিয়ে দিচ্ছেন তিনি। আর তা দেখেই আপ্লুত দর্শকরা।
দেখা গেল ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ড থেকে হট সিটে উঠে আসেন মধ্যপ্রদেশ উজ্জয়নের যশস্বী সাক্সেনা। আর সিটে বসেই আবেগে চোখে জল চলে আসে ওই মহিলার। কান্নায় যাকে বলে ভেঙে পড়েন তিনি। আর এটা দেখে খারাপ লাগে অমিতাভেরও। তিনি সঙ্গে সঙ্গে হট সিট ছেড়ে উঠে পড়েন। টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে ওই প্রতিযোগীর চোখ মুছিয়ে দেন। আর সঙ্গে বলেন, ‘যেই মহিলারাই ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড জিতে আসে, তাঁরাই কাঁদতে শুরু করে। আর আমাকে সিট ছেড়ে উঠে তাঁদের সান্ত্বনা দিতে হয়, তাঁদের চোখ মোছাতে হয়, আর তারপর সেই টিস্যুটা নিজের পকেটে রাখতে হয়।’
আর বিগ বি-র এই কাজই মুখে হাসি ফিরিয়ে আনে যশস্বীর। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন দর্শকরাও। দেখা যায় এরপর ভালো করেই খেলা শুরু করেন তিনি। প্রথম দুটো প্রশ্নের জবাবও দেন ঠিক করে। তবে তৃতীয় প্রশ্নে গিয়ে আটকে যান। যেখানে প্রশ্ন ছিল, এর মধ্যে কোনটা ক্রিকেটের ফিল্ডিং পজিশন? উত্তরও খুব সহজ। লাইফলাইন ‘অডিয়েন্স পোল’ নেন ও সঠিক উত্তর (ডি) স্লিপ দেন।
৮০ হাজারের প্রশ্ন অবধি পৌঁছেছিলেন যশস্বী। যেখানে প্রশ্ন ছিল ভারতের কোন রাজ্য নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করে না। ওই মহিলা প্রতিযোগী উত্তর দেন উত্তরাখণ্ড। যদিও তা ভুল। সঠিক উত্তর হবে অসম। ফলত ১০ হাজার টাকা নিয়েই তাঁকে বাড়ি ফিরতে হয়।
দিনকয়েক আগে প্রেস কনফারেন্সে অমিতাভ বচ্চনকে বলতে শোনা গিয়েছিল এখনও তিনি ভয় পান কেবিসির শ্যুটের সময়। টেনশন হয়। বিগ বি-র কথায়, ‘এখনও যখন কেবিসি-র সেটে আসি আমার হাত আর পা কাঁপতে থাকে। ভয় লাগে আমি আদৌ করতে পারব তো। কী করে হবে এটা। প্রত্যেকদিন আমার ভয় লাগে, মনে হয় কীভাবে নিজেকে সামলাব। কিন্তু যখনই দর্শকদের দেখি, মনে জোর পাই। তাই যখনই স্টেজে আসি, ওঁদের ধন্যবাদ দিই। যেভাবে ওঁরা শো-কে ভালোবাসা দেয় তা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।’ ৭ অগস্ট থেকে সম্প্রচার হওয়া শুরু হয়েছে এবারের সিজন।
For all the latest entertainment News Click Here