Katrina-Vicky: বিয়ের পর সাংবাদিকদের তড়িঘড়ি মিষ্টিমুখ করালেন ‘ভিক্যাট’
বৃহস্পতিবার মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোধূলিবেলায় চারহাত এক হল ভিকি-ক্যাটরিনার। নিজেদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের সব ফোটো আপাতত টক অফ দ্য টাউন। লাল শাড়িতে মাথায় ওড়না, কনের সাজে ‘ক্যাট’কে আপাতত চোখের পলক পড়ছে না নেটিজেনদের। হিন্দু রীতিনিতি মেনেই বিয়ে হয়েছে ‘ভিক্যাট’এর। লেখাই বাহুল্য, এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে খবরের বন্যা চলেছে সিনের পর দিন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের পর্ব মেটবার পরপর শত ব্যস্ততার মধ্যেও সিক্স সেন্সেস ফোর্ট-এর বাইরে দাঁড়ানো সাংবাদিক ও পাপারাৎজিদের জন্য নানারকম মিষ্টি পাঠাতে ভোলেননি ‘ভিক্যাট’।
মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বাইরে অপেক্ষারত সাংবাদিক ও পাপারাৎজিদের জন্য লাড্ডু সহ একাধিক মিষ্টি পাঠিয়েছিলেন নবদম্পতি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ‘ভিক্যাট’ এর বিয়ের দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা নানারকম মিষ্টি তুলে দিচ্ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতে।
বৃহস্পতিবার রাতেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালেই ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনও আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। প্রসঙ্গত, ভিক্যাটের বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনও অজানা।
For all the latest entertainment News Click Here