Karwa Chauth: বর ভিকির জন্য নির্জলা উপোস রেখেছেন অঙ্কিতা, রাতে হবে বিশেষ ধুমধাম
বিয়ের পর প্রথম করবা চৌথ অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈনর। মাসকয়েক আগেই মুম্বইতে নতুন বাড়ি নিয়েছেন এই তারকা দম্পতি। আর সেখানেই হবে এবারের উদযাপন। ‘পবিত্র রিস্তা’-খ্যাত অভিনেত্রী জানান, ‘আমি বিগত ২-৩ বছর ধরে করবা চৌথ পালন করে আসছি। আর এবার যখন নিজের স্বামীর জন্য পালন করার সুযোগ পেয়েছি, তখন খুব খুশি।’
অঙ্কিতা এটা বিশ্বাসই করেন না যে করবা চৌথের উপোস শুধুই বিবাহিতদের জন্য। তাঁর কথায়, ‘আমি জানি না ইয়ার। আমার সব বন্ধুরা এটা করত। আমিও চাঁদ বের হলে পুজো করতাম। আমি এর আগে এমন কোনও উপোস করিনি যেখানে জলও খাব না। তবে আমি চাইছিলাম সম্পূর্ণ হৃদয় দিয়ে কিছু করতে। তাই আমি এটা করতে শুরু করি।’
‘এইবার আমি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এটা করতে পারব সেই আশা রাখছি। আমার খুব ইচ্ছে নির্জলা উপোস রাখার। ভিকি আমাকে ভালো উপহার দেবেও বলেছে।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘ওগুলোরই তো অপেক্ষায় আছি’।
অঙ্কিতার সঙ্গে ভিকিও কি উপোস করছেন? অভিনেত্রী জানান, ‘আমি তো ওকে বলেছি। আর ও বলেছে, ‘বেবি তুমি যখন খাবে তখনই আমি খাব’। আমি নিশ্চিত ও আমার উপোস শেষ হওয়া অবধি অপেক্ষা করবে আর ততক্ষণ কিছু খাবে না। এবার দেখার আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি।’
আর বেশ ধুমধামই হবে আজ অঙ্কিতা-ভিকির বাড়িতে। সুশান্তের প্রাক্তন প্রেমিকা জানান, ‘বাড়িতে একটা পার্টিও রেখেছি। টিভি ইন্ডাস্ট্রি থেকে আমার সব বন্ধুদের নিমন্ত্রণ করেছি। ওদের মধ্যে অনেকেই উপোস রেখেছে। আমরা সবাই মিলে আজ মজা করে করবা চৌথ উদযাপন করব’। আসছে ঢোল বাজানো আর গান গাওয়ার লোক। বিকেল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শুরু হবে করবা চৌথের কথা। অঙ্কিতা পরবেন লাল রঙের লেহেঙ্গা। অতিথি তালিকায় নাম আছে মৌনি রায়, দিব্যাঙ্কা ত্রিপাঠি, ইউভিকা চৌধুরী।
For all the latest entertainment News Click Here