JU-র অনুষ্ঠানের শব্দদানবের জেরে সমস্যায় শ্রীজাত, ‘দিদিকে বলো’-তে বলার উপদেশ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে তাঁদের অনুষ্ঠান চলছে। প্রায় এক সপ্তাহ ধরে এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবার সেই অনুষ্ঠানের বিরুদ্ধে সরব হলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর ফেসবুকে গোটা ঘটনার বিষয়ে কলম ধরলেন।
এদিন রাতে শ্রীজাত তাঁর পোস্টে জানান, মধ্যরাত পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলার জন্য তাঁর অসুবিধা হচ্ছে। অতিরিক্ত আওয়াজে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি। জানান তাঁর বাড়িতে বয়স্কা মা আছেন, তিনি ঘুমাতে পারছেন না। এদিন কবি তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ফেসবুক পোস্টে লেখেন, ‘মাঝরাত পার হয়ে গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎসবের শব্দে বাড়িতে কান পাতা যাচ্ছে না। টানা এক সপ্তাহ, সকাল ১১টা থেকে রাত ১২টা এই অসহ শব্দতাণ্ডব চলছে, তাদের ওপেন এয়ার থিয়েটারে। বছরে বেশ কয়েকবার হয় এমন। শব্দের সীমাহীন প্রক্ষেপণে জানলা দরজা কাঁপছে, কান-মাথা ব্যথা করছে। আমার লেখালেখি সাতদিন হল শিকেয়, দূর্বা কাজ থেকে ফিরে বিশ্রাম নেবার বদলে কষ্ট পাচ্ছে। আমাদের কাজকর্মের কথা ছেড়ে দিলাম, বাড়িতে বয়স্ক, অসুস্থ মা আছেন। নিজের ঘরে শান্তিতে থাকতে পারছেন না।’
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘জানি না এর কোনও প্রতিকার আছে কিনা, তবু আমি, আমরা প্রতিবাদ জানালাম। ভবিষ্যতে অন্য কোনও পদক্ষেপ নিতে বাধ্য হব। উৎসব যদি অন্যের অশান্তির কারণ হয় এবং লাগাতার হয়েই চলে, তবে তা স্রেফ অসভ্যতা ও অন্যায়।’
তবে শ্রীজাত যতই এই অনুষ্ঠানকে দায়ী করুন তাঁর সমস্যার জন্য তাঁর কমেন্ট বক্সে নেট নাগরিকরা কিন্তু তাঁকে অন্য জবাব দিলেন। এক ব্যক্তি লেখেন, ‘প্রতি বছর একই কথা ঘ্যাঘ্যান করে না লিখে কিছু করতে পারতেন। সেলিমপুর থেকে ওএটি-র শব্দতে অতিষ্ঠ হচ্ছেন? বেশ, বেশ। সম্প্রতি একটা মিছিল নিয়ে শ্রীরামপুর, হাওড়া শিবপুর, ডালখোলায় কতকাণ্ড হল, কত মানুষের কাজ, জীবন,জীবিকা বিপন্ন হল, তার জন্য কটা শব্দ ফেসবুকে লিখেছেন?’ আরেক ব্যক্তি লেখেন, ‘সেলিমপুর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের এরম আল্ট্রাসনিক শব্দ শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যাতে আপনাকে জরুরি ভিত্তিতে আল্ট্রাশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।’ তিনি কবিকে খোঁচা দিয়ে কমেন্টে লেখেন, ‘বিশ্বকবি শ্রীজু দা।’ এক নেটনাগরিক মশকরা করে লেখেন, ‘দেবদীপ মুখোপাধ্যায় যখন যাদবপুরে শব্দবাজি ছাদেই ফাটাই গাইছেন তখন বিশ্বকবি শ্রীজাত ফেসবুক পোস্ট লিখিতে বসিলেন। আপনার জন্য দুঃখ হয় কবিদা।’ কেউ কেউ এদিন তাঁকে হাওড়ার ঘটনা নিয়ে চুপ থাকার জন্য তুলোধনা করেন। তো কেউ আবার সেলিমপুরে বসে যাদবপুর ওপেন এয়ার থিয়েটারের শব্দ এত জোর শুনতে পাওয়ার জন্য মশকরা করেন। কেউ কেউ আবার তাঁকে ‘দিদিকে বলো’-তে অভিযোগ জানানোর পরামর্শ দেন।
যদিও কিছু মানুষ তাঁকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘সহমত, ব্যবস্থা এখনই নেওয়া উচিয়।’ আরেকজন লেখেন, ‘এই পরিস্থিতির শিকার আমাকেও হতে হয়। অসহনীয়।’
For all the latest entertainment News Click Here