Japan Open: সিন্ধু ব্যর্থ হলেও, লক্ষ্য, প্রণয় এবং সাত্বিক-চিরাগ জুটি কোয়ার্টারে
জাপান ওপেনে ফের নিরাশ করেছেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ড থেকেই তিনি বিদায় নিয়েছেন। তবে দুরন্ত ছন্দে রয়েছে ভারতের চার পুরুষ শাটলার। ইতিমধ্যে জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়। পাশাপাশি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি এই মুহূর্তে স্বপ্নের ছন্দে রয়েছেন। তারাও দাপটের সঙ্গেই পৌঁছে গিয়েছেন জাপান ওপেনের কোয়ার্টারে। এদিকে প্রি-কোয়ার্টারের লড়াইয়ে প্রণয়ের কাছে হেরে ছিটকে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত।
কিদম্বিকে হারালেন প্রণয়
বৃহস্পতিবার পুরুষদের সিঙ্গলসে প্রি কোয়ার্টারে কিদাম্বি শ্রীকান্ত মুখোমুখি প্রণয়ের। প্রথম গেমে প্রণয়কে হারিয়েই শুরুটা করেছিলেন শ্রীকান্ত। কিন্তু পরের দুই গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন প্রণয়। শ্রীকান্ত আর তাঁর সামনে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় এবং তৃতীয় গেমে শ্রীকান্তকে কার্যত উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন প্রণয়। খেলার ফল প্রণয়ের পক্ষে ১৯-২১, ২১-৯, ২১-৯।
৫০ মিনিটের লড়াইয়ের পর জয় লক্ষ্যের
এদিকে প্রি-কোয়ার্টারের লড়াইয়ে লক্ষ্য সেনের বিপক্ষে ছিলেন জাপানের কান্তা সুনেয়ামার। প্রায় ৫০ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন লক্ষ্য। শুরু থেকে নিজের দাপট বজায় রেখে খেলে গিয়েছেন লক্ষ্য। কান্তাকে ২১-১৪, ২১-১৬-তে হারিয়ে শেষ আটে উঠেছেন ভারতের তরুণ শাটলার। কোয়ার্টার ফাইনালেও লক্ষ্যের সামনে জাপানি প্রতিপক্ষ। কোকি ওয়াতানাবের সামনে চ্যালেঞ্জটা খুব সহজ না। তবে লক্ষ্য যেমন ছন্দে রয়েছেন, তাতে তাঁকে নিয়ে আশা করাই যায়।
স্বপ্নের ছন্দে সাত্বিক-চিরাগ জুটি
ভারতের তারকা শাটলার জুটি সাত্বিকসাইজার রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি যেন ব্যাডমিন্টন কোর্টে এখন ফুট ফোটাচ্ছে। তাদের সাফল্যের ধারা জাপান ওপেনেও অব্যাবহত। প্রি কোয়ার্টার ফাইনালে ড্যানিশ জুটি জেপে বে-লাসে মোহেডের দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে সাত্বিক-চিরাগ জুটি। মাত্র ৩৫ মিনিটেই উড়িয়ে দিয়েছেন ডেনমার্কের প্রতিপক্ষকে। প্রথম গেমে চিরাগদের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ১৭-২১ ব্যবধানে হারেন জেপেরা। এর পর দ্বিতীয় গেমে তাঁদের ২১-১১-তে উড়িয়ে দেন ভারতীয় জুটি।
অন্যান্য ফল
অন্যদিকে মহিলাদের ডবলসে শেষ-১৬-র ম্যাচে তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ হেরে গিয়েছেন জাপানের জুটির কাছে। নামি মাৎসুয়ামা ও চিহারু শিদা ২৩-২১, ২১-১৯ ব্যবধানে হারান গায়েত্রীদের। এদিকে প্রথম রাউন্ডে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচ হেরে গিয়েছেন পিভি সিন্ধু। চিনের ঝ্যাঙ্গ ইমানের কাছে স্ট্রেট গেমে হেরে যান তিনি। খেলার ফল সিন্ধুর বিপক্ষে ১২-২১, ১৩-২১।
For all the latest Sports News Click Here