ISL JFC vs EB Live: ক্লেটন সিলভার গোল, ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইস্টবেঙ্গল
জামশেদপুর এফসি লিগ টেবলে তাদের চেয়েও নীচে রয়েছে। এই ম্যাচে জয়ে ফেরার সুযোগ রয়েছে বলে মনে করেন দলের হেড কোচ স্টিফেন কনস্টান্টাইন।
গোলললল
ক্লেটন সিলভার গোলে ব্যবধান বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। এই গোলের সময়ে পাশ দিলেন মহেশ নওরেম সিং।
২৫ মিনিট: JFC-0, EB-1
এক-শূন্যতে এগিয়ে থাকার পরেও নিজেদের ব্যবধান বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল। অন্যদিকে জামশেদপুর লাল হলুদের রক্ষণকে ভাঙতে চাইছে। ২ মিনিটে গোল হয়ে যাওয়ার পরে কোনও দল এখনও আর গোল করতে পারেনি। তবে ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল না হলে খেলার ফল অন্য হতেই পারত। ইভেন গঞ্জালেস মাঠে ব্যান্ডেজ বেঁধে খেলছে। চোট পেলেও লড়াই ছাড়েননি।
বাতিল হল EB-র গোল
ম্যাচের প্রায় ১৩ মিনিটে ফের জামশেদপুরের গোলের মুখ খুলে ফেলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু অফ সাইডের জন্য বাতিল হয়ে গেল লাল হলুদের গোল।
১২ মিনিট: JFC-0, EB-1
১২ মিনিটে খেলা শেষ এখনও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে গোল করে সমতায় ফেরার চেষ্টা করছে জামশেদপুর, ইস্টবেঙ্গল আক্রমণ চালিয়ে যাচ্ছে।
শুরুতেই গোললললল.
শুরুতেই ম্যাচের ২ মিনিটের মধ্যে সুহেরের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। মহেশের ক্রসকে দারুণ ভাবে হেড দিয়ে গোল করে, লাল হলুদকে চালকের আসনে বসিয়ে দিলেন সুহের।
হেড টু হেডের ইতিহাস
হিরো আইএসএলে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি-র মধ্যে যে চারবার দেখা হয়েছে, তার মধ্যে একবার করে জিতেছে দুই দল। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-২১ মরশুমে প্রথম মুখোমুখিতে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়বার ২-১-এ জেতে লাল-হলুদ বাহিনী। গত মরশুমে প্রথম লেগে ১-১ হয় এবং দ্বিতীয় লেগে ইশান পন্ডিতার ৮৮ মিনিটের গোলে জেতে জামশেদপুর এফসি।
For all the latest Sports News Click Here