ISL EBFC vs BFC Live: ঘরের মাঠে সুনীল ছেত্রী-রয় কৃষ্ণদের হারাতে মরিয়া ইস্টবেঙ্গল
আইএসএলে বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে যতবারই দেখা হয়েছে, জমে উঠেছে ফুটবলের লড়াই। পাঁচ বারের মুখোমুখিতে বেঙ্গালুরু জিতেছে দু’বার।
শুরু হয়ে গেল ৯০ মিনিটের লড়াই
পাবলো পেরেজ ও জাভির জুটিকে দেখতে সকলেই তাকিয়ে রয়েছেন। কঠিন পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল।
পেলেকে শ্রদ্ধার্ঘ্য জানাল যুবভারতী
পেলেকে শ্রদ্ধার্ঘ্য দিতে এক মিনিটের নিরাবতা পালন করল গোটা যুবভারতী।
দেখে নিন ইস্টবেঙ্গলের একাদশ
ইস্টবেঙ্গল স্কোয়াড: গোলকিপার- পবন কুমার, কমলজিৎ সিং; ডিফেন্ডার- সার্থক গলুই, মহম্মদ রফিক, ইভান গঞ্জালেজ, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখার্জি, লালচুঙনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিং, নবি হুসেন খান; মিডফিল্ডার- অমরজিৎ সিং কিয়াম, তুহীন দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি, হিমাংশু জাঙরা; ফরোয়ার্ড- এলিয়ান্দ্রো, ক্লেটন সিলভা, সেম্বয় হাওকিপ, ভিপি সুহের।
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচের HT বাংলার লাইভে স্বাগত
দেখে নিন দুই দলের হেড টু হেডের লড়াই-
আইএসএলে বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে যতবারই দেখা হয়েছে, জমে উঠেছে ফুটবলের লড়াই। পাঁচ বারের মুখোমুখিতে বেঙ্গালুরু জিতেছে দু’বার।ইস্টবেঙ্গলও দু’বার। বাকি এক বার ড্র হয়েছে। এর আগে আই লিগ ও ফেড কাপ মিলিয়ে মোট ১৫বারের মধ্যে ৮বার জিতেছে লাল-হলুদ, ছ’বার জিতেছে বেঙ্গালুরু। ড্র হয়েছে এক বার।
For all the latest Sports News Click Here