ISL 2022-23 ফাইনাল হবে গোয়াতেই, দিনক্ষণ জানিয়ে দিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ
চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল হতে চলেছে গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আইএসএলের শিরোপা জয়ের লড়াইটি হবে ১৮ মার্চ, শনিবার। সোমবার সরকারি ভাবে ঘোষণা করেছে আইএসএল কর্তৃপক্ষ। অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠ ও উন্নত পরিকাঠামোর জন্যই ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গোয়াকে। প্রসঙ্গত, করোনার সময়ে পুরো আইএসএল-ই অনুষ্ঠিত হয়েছিল গোয়াতেই।
আরও পড়ুন: ডার্বিও জিততে চাই- মুম্বইকে হারানোর পর আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে EB কোচের গলায়
ফুটবলপ্রেমীরা ফাইনাল দেখার জন্য অনলাইন টিকিট বুক করতে পারবেন ৫ মার্চ থেকে BookMyShow.com এর মাধ্যমে। ফাইনালকে ঘিরে গোয়ায় ওই সময় হবে এক ফুটবল কার্নিভাল, যাতে ফুটবলপ্রেমীরা সপরিবার অংশ নিতে পারবেন এবং ফুটবলের যাবতীয় আনন্দ উপভোগ করতে পারবেন। শুধু গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ দেখা নয়, তার বাইরেও নানা রকমের বিনোদনের ব্যবস্থা থাকবে ফুটবলপ্রেমী এবং তাঁদের পরিবারের জন্য। অর্থাৎ, আইএসএল ২০২২-২৩-এর ফাইনাল দেখতে গিয়ে গোয়ায় ছোটখাটো এক বেড়ানোরও পরিকল্পনা যে কেউ করে ফেলতেই পারেন।
আরও পড়ুন: EB-র বিরুদ্ধেও ৩ পয়েন্ট চাই- প্লে-অফে জায়গা পাকা করেই ডার্বির ভাবনায় ডুবল ATKMB
এ বারের আইএসএলে প্লে-অফের লড়াই তুমুল জমে ওঠে বেশির ভাগ দল সেই দৌড়ে অংশ নেওয়ায়। তবে লিগের ২১তম সপ্তাহের পরে লিগশিল্ড জয় করে নেয় মুম্বই সিটি এফসি। এবং হায়দরাবাদ এফসি-ও পরে দুই নম্বর জায়গা পাকা করে ফেলে। এই দুই দল সরাসরি সেমিফাইনালে খেলবে। এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স প্লে-অফে তাদের জায়গা পাকা করে ফেলেছে। শেষ স্থানটির জন্য আপাতত লড়াই চলছে ওড়িশা এফসি ও এফসি গোয়ার মধ্যে। গোয়ার দল প্লে-অফে উঠুক বা না উঠুক, সেখানকার ফুটবলপ্রেমীরা তা জানার আগেই পেয়ে গেল আর এক খুশির খবর আইএসএলের প্লে-অফ পর্ব শুরু হতে চলেছে ৩ মার্চ থেকে। দু’টি নক আউট, চারটি সেমিফাইনালের পর ফাইনালের লড়াই হবে ১৮ মার্চ।
For all the latest Sports News Click Here