ISL 2022-23: ওড়িশা এফসি ১০ জন হতেই ৩ গোল দিল গোয়া, ঘরের মাঠে জিতে উঠে এল পাঁচে
শুভব্রত মুখার্জি: শনিবার আইএসএলের মঞ্চ সাক্ষী থাকল একাধিক গোলের। নর্থ ইস্ট বনাম চেন্নাইয়িন ম্যাচে যখন একদিকে হল মোট ১০ টি গোল. তখন টুর্নামেন্টের অন্য ম্যাচে ওড়িশা এফসিকে তিন গোল দিল এফসি গোয়া। ১০ জনের ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-০ গোলে সহজ জয় ছিনিয়ে নিল গোয়া। পন্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে এ দিনের ম্যাচে দ্বিতীয়ার্ধে দুরন্ত পারফরম্যান্স করে গোয়া। আর সেই পারফরম্যান্সে ভর করেই তাঁরা ম্যাচে সহজ জয় পায়।
আরও পড়ুন: গোল করতে না পারার খেসারত, হায়দরাবাদের কাছে হারল লাল-হলুদ
চলতি মরশুমে এটি এফসি গোয়ার পঞ্চম জয়। এ দিনের ম্যাচে গোয়ার হয়ে গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ, নোয়া সাদাউই এবং আলভারো ভাসকেজ। উল্লেখ্য নিজেদের ঘরের মাঠে চলতি মরশুমে এটি গোয়ার তৃতীয় জয়। এই জয়ের ফলে তাঁরা ক্রমতালিকায় পঞ্চম স্থানে উঠে এল। ফলে ৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ১৫ পয়েন্ট। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরুটা করে ওড়িশা এফসি। ছয় মিনিটের মাথায় তাঁরা প্রায় গোল পেয়ে গিয়েছিল। ক্রেসপো একটি দুরন্ত শট নেন। গোললাইন থেকে সেই শট দুর্দান্ত ভাবে ব্লক করে দেন আনোয়ার আলি।
আরও পড়ুন: অন্তত ১ পয়েন্ট পাওয়া উচিত ছিল- গোলের সুযোগ নষ্টের জন্য হাহুতাশ EB কোচের
১৮ মিনিটে ফের গোল করার সুযোগ এসে গিয়েছিল জোসেফ গোমবাওয়ের ছেলেদের কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া নন্দকুমার শেখরের শট গোলপোস্টে লাগে। প্রথমার্ধে গোয়াও গোল করার দু’টো ভালো সুযোগ পায় । তবে তাঁরা তা কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে গোয়া। ৫০ মিনিটের মধ্যেই তারা দু’টি গোল করার সুযোগ পান। তবে গোলের মুখ তখন তারা খুলতে পরেনি।
৬৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ওড়িশা এফসি। লাল কার্ড দেখে বাইরে যেতে হয় নন্দকুমার শেখরকে। দু’টি হলুদ কার্ড ম্যাচে দেখার জন্য তাঁকে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। ৭৩ মিনিটে গোয়ার হয়ে গোল করেন পরিবর্ত হিসেবে নামা ব্রাইসন ফার্নান্ডেজ। ৭৮ মিনিটে সাদাউই লিড দ্বিগুণ করেন। অনবদ্য ভলিতে অমরিন্দরকে বোকা বানান তিনি। উল্লেখ্য, চলতি মরশুমে এটি তাঁর পঞ্চম গোল। ৯০ মিনিটে গোয়ার হয়ে তৃতীয় গোলটি করেন ভাসকেজ। গোয়ার পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ১৭ ডিসেম্বর।
For all the latest Sports News Click Here