ISL 2021-22: স্টুয়ার্টের ৯৪ মিনিটের গোলে মুম্বই সিটিকে হারাল জামশেদপুর
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গোয়ার বাম্বোলিমে লিগ তালিকায় চারে থাকা জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল পাঁচে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির। সমান সমান দুই দলের মধ্যে কড়া টক্কর হওয়ার সম্ভাবনা ছিলই, হলও তাই। ৯৪ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের গোলে এক রোমাঞ্চকর ম্যাচ জিতে প্রথমবার আইএসএল নকআউট পর্বে যাওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল রেড মাইনার্সরা।
ম্যাচের প্রথম মিনিটেই রিকির ক্রস থেকে জামশেদপুরের বরিস সিং গোল করার দারুণ সুযোগ পেয়ে যান। তবে তাঁর হেডার ক্রসবারে লাগে। তবে সে যাত্রায় মুম্বই বেঁচে গেলেও মাত্র আট মিনিট পরেই দুর্দান্ত ওয়ান টাচ ফুটবলের পর ঋত্বিক দাসের ব্যাকহিল থেকে জামশেদপুরকে এগিয়ে দেন গ্রেগ স্টুয়ার্ট। প্রথমার্থ জুড়েই জামশেদপুরের মুম্বই রক্ষণকে বেশ চাপেই রেখেছিল। তার সুফলও পায় তারা।
ম্যাচের ৩০ মিনিটে বরিসের দুরন্ত পাস থেকে চিমা চুকুউয়ের অ্যাসিস্টে নিজের কেরিয়ারের প্রথম আইএসএল গোলটি করেন ঋত্বিক। ২-০ লিড নিয়েই প্রথমার্থ শেষ করে জামশেদপুর। প্রথমার্ধে আহত হয়ে এ মরশুমের সর্বাধিক অ্যাসিস্টদাতা, মুম্বইয়ের আহমেদ জাহু মাঠ ছাড়তে বাধ্য হন। তবে আইল্যান্ডার্সরা ছেড়ে দেওয়ার পাত্র নয়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসেন তারা। ক্রমাগত জামশেদপুরকে চাপে ফেলতে থাকে মুম্বই। অবশেষে ম্যাচের ৫৭ মিনিটে আসে সাফল্য।
ইগর অ্যাঙ্গুলোর শট রেহনেশ বাঁচিয়ে দিলেও, ফিরতি বল জালে জড়িয়ে ব্যবধান অর্ধেক করেন রাহুল ভেকে। ম্যাচের ৭১ মিনিটে মুর্তাদা ফলকে জামশেদপুর পেনাল্টি বক্সে পিটার হার্টলে ফাউল করায় পেনাল্টি পায় মুম্বই। তবে অ্যাঙ্গুলোর পেনাল্টি বাঁচিয়ে দেন রেহনেশ। তবে এই পেনাল্টি মিস করলেও ম্যাচের ৮৫ মিনিটে ফের একটা পেনাল্টি পায় মুম্বই। এবার অ্যাঙ্গুলোর বদলে দিয়েগো মরিসিও মুম্বইয়ের হয়ে গোল করে দলকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি।
ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই ম্যাচের ইনজুরি টাইমে তৃতীয়বার পেনাল্টির জন্য বাঁশি বাজান রেফারি। তবে এবার পেনাল্টি পায় জামশেদপুর। শেষ মুহূর্তে গোল করে দলকে এক রোমাঞ্চকর জয় এনে দেন স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট। এই জয়ের ফলে জামশেদপুর এফসি, এটিকে মোহনবাগানের থেকে এক পয়েন্ট কম নিয়ে, ঠিক তাদের পরে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল। মুম্বই সিটি তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্ট (তিন পয়েন্ট কম) নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরেই বজায় থাকল।
For all the latest Sports News Click Here