ISL শুরু সেপ্টেম্বরে! এশিয়ান কাপের আগে ৪ সপ্তাহ প্রস্তুতি চান স্টিম্যাচ
আইএসএল শুরুর সময় থেকে মনে করা হয় ভারতীয় ফুটবলের উন্নতির পিছনে এই টুর্নামেন্ট অনেক কার্যকর হবে। আইএসএলের মাধ্যমে অনেক প্রতিভাবান ফুটবলারও উঠে এসেছে। কিন্তু এই টুর্নামেন্ট এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের কাছে। ইন্ডিয়ান সুপার লিগের মরশুম এবং ভারতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি পর্ব এবং ম্যাচ প্রায় একই সময় হতে চলেছে। আইএসএল শুরু হবে সম্ভবত এই বছরের সেপ্টেম্বর থেকে। চলবে এপ্রিল মাস পর্যন্ত। সমস্যা দানা বেধেছে এখানে। এশিয়ান কাপ শুরু হতে চলেছে আগামী বছর জানুয়ারি মাসে। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আইএসএলের মঝে জাতীয় দলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য ফুটবলারদের প্রস্তুতিতে সমস্যা দেখা দিতে পারে।
ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন, এশিয়ান কাপের প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ প্রায় একমাস আগে থেকে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন জাতীয় দলের কোচ। স্টিম্যাচ বরাবরই জানিয়ে এসেছেন এই বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কম করে এক মাস সময় তার লাগবে। অন্য দিকে জাতীয় দলের সন্দেশ ঝিঙ্গান এবং অনিরুদ্ধ থাপার মতো সিনিয়র ফুটবলাররা অনেক বেশি দিনের প্রস্তুতি শিবিরের পক্ষেই নিজেদের মতামত দিয়েছেন।
খেয়াল করলে দেখা যাবে দীর্ঘ শিবিরের প্রস্তুতির ফলেই ভারতীয় দলের সাফল্য এসেছে। জাতীয় দলের প্রস্তুতি শিবিরের সময় সম্পূর্ণ ভাবে নির্ভর করবে এফএসডিএল , এআইএফএফ, ব্রডকাস্টার এবং আইএসএলের সময়সূচি তৈরি হচ্ছে তার উপরে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এবারের আইএসএল শুরু হবে সেপ্টেম্বর মাসে। চলবে পরের বছরে এপ্রিল মাস পর্যন্ত। তবে সূত্র মারফত এও জানা যাচ্ছে যে মাঝে এশিয়ান কাপ চলে আসায় তার প্রস্তুতির জন্য এক মাস বা তার কিছু কম বিরতি নিতে পারে আইএসএল টুর্নামেন্ট।
এই বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মহাসচিব শাজি প্রভাকরন জানান, ‘আমরা এশিয়ান কাপের প্রস্তুতি শিবির ঠিক করার জন্য আইএসএলের সময়সূচির জন্য অপেক্ষা করছি। আমরা সব রকম চেষ্টা করব। কোনও কিছুর খামতি রাখবো না। তবে এক মাসের জন্য বিরতি দেওয়া খুব একটা সম্ভব নয়। আমরা ফিফার সব নিয়ম মেনে চলি, সেক্ষেত্রে বিরতি বাধা হয়ে দাঁড়াবে। তার উপরে আবার এশিয়ান কাপের সময়ও বিরতি দিতে হবে। সবদিক ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যা সম্ভব তাই করতে হবে। কেউ যেন বলে না যে আমরা যথেষ্ট করিনি। তবে আমাদের সময়সূচিও দেখতে হবে এবং দেখতে হবে কীভাবে ভারসাম্য বজায় রাখা যায়।’
ভারত চলতি বছলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচে অপরাজিত। গত চার মাসে তিনটি ট্রফি জিতেছে দল। সে গুলো হল-ত্রিদেশীয় টুর্নামেন্ট টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ। এই গতিময় ফর্ম নিয়ে সমর্থকরা আশা করছে এশিয়ান কাপও চ্যাম্পিয়ন হবে ভারত।
For all the latest Sports News Click Here