ISL-র বোধনেই নামছে ইস্টবেঙ্গল, ৩ দিন পরে মোহনবাগান, ডার্বি কালীপুজোর পরেই
আইএসএলের বোধনেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। আগামী ৭ অক্টোবর কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে লাল-হলুদ ব্রিগেড। আগামী ২৯ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। ২৫ ফেব্রুয়ারি যে ডার্বি হবে, তারপর আইএসএলের গ্রুপ পর্যায়ে মাত্র একটি ম্যাচ বাকি থাকবে।
এবার নয়া ফর্ম্যাটে আইএসএলের প্লে-অফ হতে চলেছে। লিগ পর্যায়ের শেষে যে দুটি দল শীর্ষে থাকবে, সেই দুটি দল সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। বাকি দুই সেমিফাইনালিস্ট দলের জন্য দুটি প্লে-অফ বা এলিমিনেটর হবে। এলিমিনেটরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল খেলতে পারবে। যে এলিমিনেটরে দুই লেগের খেলা হবে না, একটি ম্যাচেই ফয়সালা হয়ে যাবে। প্রথম এলিমিনেটরে তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দল মুখোমুখি হবে। দ্বিতীয় এলিমিনেটরে পঞ্চম স্থানে শেষ করা দলের বিরুদ্ধে নামবে ষষ্ঠ স্থানাধিকারী দল।
আরও পড়ুন: ISL-এর প্রথম ম্যাচেই সম্ভবত নামতে চলেছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ হতে পারে কেরালা
সেমিফাইনালে কাদের খেলা হবে?
- প্রথম এলিমিনেটর: তৃতীয় স্থানাধিকারী দল বনাম চতুর্থ স্থানাধিকারী দল।
- দ্বিতীয় এলিমিনেটর: পঞ্চম স্থানাধিকারী দল বনাম ষষ্ঠ স্থানাধিকারী দল।
- প্রথম সেমিফাইনালের প্রথম লেগ: প্রথম স্থানাধিকারী দল বনাম দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল।
- দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ: দ্বিতীয় স্থানাধিকারী দল বনাম প্রথম এলিমিনেটরের জয়ী দল।
- প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগ: প্রথম স্থানাধিকারী দল বনাম দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল।
- দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগ: দ্বিতীয় স্থানাধিকারী দল বনাম প্রথম এলিমিনেটরের জয়ী দল।
- ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী।
আইএসএলের গুরুত্বপূর্ণ তারিখ
- প্রথম ম্যাচ: ৭ অক্টোবর।
- ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ: ৭ অক্টোবর, বনাম কেরল ব্লাস্টার্স, কোচি।
- এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ: ৭ অক্টোবর, বনাম চেন্নাইয়িন এফসি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।
- প্রথম কলকাতা ডার্বি: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।
- দ্বিতীয় কলকাতা ডার্বি: ২৫ ফেব্রুয়ারি, ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।
- ইস্টবেঙ্গলের লিগ পর্যায়ের শেষ ম্যাচ: ২৫ ফেব্রুয়ারি, বনাম এটিকে মোহনবাগান, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।
- এটিকে মোহনবাগানের লিগ পর্যায়ের শেষ ম্যাচ: ২৫ ফেব্রুয়ারি, বনাম ইস্টবেঙ্গল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।
- লিগের শেষ ম্যাচ: ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি।
- প্লে-অফ, সেমিফাইনাল এবং ফাইনাল: ২০২৩ সালের মার্চে হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
For all the latest Sports News Click Here