ISL-এর প্লে অফের শেষ ৪ জায়গার জন্য লড়াইয়ে ৫ দল, ATKMB-র সমীকরণ কী?জেনে নিন অঙ্ক
চলতি ইন্ডিয়ান সুপার লিগে প্রথম দু’টি স্থানে মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি নিজেদের জায়গা পাকা করে ফেললেও, পরের চারটি স্থানের দখল কারা নেবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই চারটি জায়গার জন্য লড়াই এখন পাঁচ দলের মধ্যে। তার মধ্যে গত বারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগানও রয়েছে। বুধবার রাতে বেঙ্গালুরু এফসি তাদের ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে দেওয়ায় এটিকে মোহনবাগানের সেরা ছয়ে থাকার রাস্তা আরও কঠিন হয়ে পড়েছে।
আপাতত লিগ টেবলে যা অবস্থা, তাতে মুম্বই লিগ শিল্ড সুনিশ্চিত করে ফেলেছে এবং এটিকে মোহনবাগানকে হারিয়ে গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। এ বার থেকে চারের জায়গায় ছ’টি দলকে নক আউট পর্বে তোলার নিয়ম ঘোষণা করা হয়েছে। যার ফলে আরও চারটি দল প্লে অফে খেলবে। কিন্তু এই চারটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে পাঁচটি দল।
আরও পড়ুন: বেঙ্গালুরুর কাছে ISL 2022-23-এ প্রথম হার মুম্বইয়ের, সুনীলরা চাপে ফেললেন ATKMB-কেও
কোন দল কী ভাবে প্লে-অফে উঠতে পারে, তা দেখে নেওয়া যাক এক নজরে:
কেরালা ব্লাস্টার্স এফসি- ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট, গোলপার্থক্য ২
লিগ টেবলে অবস্থান – তৃতীয়
ম্যাচ বাকি – এটিকে মোহনবাগান (অ্যাওয়ে), হায়দরাবাদ এফসি (হোম)
বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসি-র কাছে এফসি গোয়ার ১-২ হারের পর কেরালা ব্লাস্টার্স প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তবে প্রথম চারে থাকতে গেলে তাদের এটিকে মোহনাবাগানকে হারাতেই হবে। আর এটিকে মোহনবাগান যদি শেষ দুই ম্যাচে হারে, তা হলেও কেরালা ব্লাস্টার্স সেরা চারে থাকবে।
বেঙ্গালুরু এফসি- ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট, গোলপার্থক্য ২
লিগ টেবলে অবস্থান – চতুর্থ
ম্যাচ বাকি – এফসি গোয়া (হোম)
মুম্বই সিটি এফসি-কে একমাত্র তারাই হারাতে পেরেছে। বৃহস্পতিবার চেন্নায়িইন এফসি-র কাছে এফসি গোয়ার ১-২ হারের পর সেরা ছয়ে জায়গা পাকা করে ফেলল বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে জিততে পারলে সেরা চারে থাকতে পারে তারা। আর এটিকে মোহনবাগান যদি শেষ দুই ম্যাচে হারে, তা হলেও বেঙ্গালুরু এফসি সেরা চারে থাকবে।
আরও পড়ুন: ওগবেচের গোলে হার, ATKMB-র লড়াই কঠিন হল, দু’নম্বর জায়গা নিশ্চিত করল হায়দরাবাদ
এটিকে মোহনবাগান- ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট, গোলপার্থক্য ৪
লিগ টেবলে অবস্থান – পঞ্চম
ম্যাচ বাকি – কেরালা ব্লাস্টার্স (হোম), ইস্টবেঙ্গল এফসি (অ্যাওয়ে)
হায়দরাবাদ এফসি-র কাছে হারের পর এবং এফসি গোয়া বৃহস্পতিবার হেরে যাওয়ায় এটিকে মোহনবাগানকে সেরা ছয়ে থাকতে গেলে শেষ দুই ম্যাচ থেকে অন্তত তিন পয়েন্ট সংগ্রহ করতেই হবে। অর্থাৎ একটি জয় চাই তাদের। আর সেরা চারে থাকতে গেলে দু’টি ম্যাচেই জিততে হবে তাদের। তার পরেও অবশ্য অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
এফসি গোয়া- ১৯ ম্যাচে ২৭ পয়েন্ট, গোলপার্থক্য ৩
লিগ টেবলে অবস্থান – ষষ্ঠ
ম্যাচ বাকি –বেঙ্গালুরু এফসি (অ্যাওয়ে)
কার্লোস পেনার দলের প্লে অফ ভাগ্য এখন আর তাদের নিজেদের হাতে নেই। বৃহস্পতিবার চেন্নাইন এফসি-র কাছে ১-২-এ হেরে যাওয়ার পর শেষ ম্যাচে জেতা ছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা নেই। জিতলেও যে তারা সেরা ছয়ে থাকতে পারবে, তারও কোনও নিশ্চয়তা নেই। এটিকে মোহনবাগান ও ওডিশা এফসি ৩০-এর বেশি পয়েন্ট না পেলে তবেই তারা সেরা ছয়ে থাকতে পারবে। দুই দলের বিরুদ্ধেই গোয়ার দলের হেড টু হেড রেকর্ড ভাল। তাই তিন দলই ৩০ পয়েন্টে চলে এলেও গোয়া সেরা ছয়ে ঢুকে পড়বে।
ওড়িশা এফসি- ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট, গোলপার্থক্য -২
লিগ টেবলে অবস্থান – সপ্তম
ম্যাচ বাকি – নর্থইস্ট ইউনাইটেড এফসি (অ্যাওয়ে), জামশেদপুর এফসি (হোম)
এফসি গোয়ার সঙ্গে তাদের পয়েন্ট সমান। তাই শেষ দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই প্লে অফে জায়গা করে নিতে পারবে কলিঙ্গবাহিনী। শেষ দুই ম্যাচে অবশ্য তাদের সামনে লিগ টেবলের নীচের দিকে থাকা দুই দল নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি। এই দুই ম্যাচ জিতে সেরা চারেও চলে আসতে পারে তারা।
For all the latest Sports News Click Here