ISL-এর পর শুরু এশিয়া কাপের প্রস্তুতি, খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে চিন্তায় ইগর
শুভব্রত মুখার্জি: গত রবিবার গোয়াতে রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুট আউটে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। ক্লাব ফুটবলের পরে এবার ফুটবলারদের পালা দেশের হয়ে মাঠে নামার। ইতিমধ্যেই জাতীয় দল ঘোষণাও করে দিয়েছেন কোচ ইগর স্টিম্যাচ। এশিয়া কাপে নামার আগে ভারতীয় ফুটবলাররা একটি প্রস্তুতি টুর্নামেন্ট খেলবে। আর সেই টুর্নামেন্টে ভারতের সবথেকে বড় কাঁটা ফুটবলারদের ক্লান্তি, এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ।
ভারত নিজেদের দেশের মাটিতে এই ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলছে। এই সিরিজের বাকি দুই দেশ মায়ানমার এবং কিরগিজস্তান। বুধবারেই ভারত তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মায়ানমারের। ম্যাচটি আয়োজন করা হয় ইম্ফলে। ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। উল্লেখ্য খুমান লাম্পাকে এই প্রথমবার আয়োজন করা হবে কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচের। সবথেকে উল্লেখযোগ্য এই টুর্নামেন্টে নামার আগে ভারতীয় দল একসঙ্গে মাত্র একটা দিন অনুশীলনের সুযোগ পেয়েছে। দলে সুযোগ পেয়েছে মোট ২৩ জন ফুটবলার। যাদের মধ্যে আবার আটজন ফুটবলার রবিবার আইএসএলের বেঙ্গালুরু বনাম মোহনবাগান ফাইনালে খেলেছেন।
১২০ মিনিট ফুটবল খেলার পরেও ফাইনাল অমীমাংসিত ছিল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটেই নির্ধারিত হয় ফাইনালের ভাগ্য। ফুটবলারদের ছোট খাট চোটের পাশাপাশি যে বিষয়টা ইগর স্টিম্যাচকে চিন্তায় রাখছে তা হল ফুটবলারদের ক্লান্তি। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ১০৬ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে ৯৪ নম্বরে রয়েছে কিরগিজস্তান। যাদের বিরুদ্ধে ২৮ মার্চ মাঠে নামবে ভারত। কিরগিজস্তানকেই সবথেকে কঠিন প্রতিপক্ষ বলে মনে করছেন ইগর স্টিম্যাচ। ইগর স্টিম্যাচও সেই বিষয়টা স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন, ‘আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল ফুটবলারদের স্বাস্থ্য। কারণ এই ম্যাচগুলো কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ। জাতীয় দলের স্বার্থ রক্ষাই এই ম্যাচে আমার লক্ষ্য। এই ব্যাপারে আমাদের দায়িত্বজ্ঞানহীন হলে হবে না। আইএসএলের ফাইনালে যেসব ফুটবলাররা খেলেননি আমি মায়ানমারের বিরুদ্ধে তাদেরকেই ব্যবহারের চেষ্টা করব। আমি ওই ফুটবলারদের আরও বেশি গুরুত্বপূর্ণ কিরগিজস্তান ম্যাচে ব্যবহার করব। মে মাস থেকে আমাদের এশিয়া কাপের প্রস্ততি শুরু হবে। তার আগে এই মাসগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
For all the latest Sports News Click Here