IRE vs NZ: ৩৬০ রান তুলেও হারতে বসেছিল নিউজিল্যান্ড, তীরে এসে তরী ডোবে আইরিশদের
গত মাসেই টি-২০ ম্যাচে ভারতের ২২৫ রান তাড়া করতে নেমে ২২১ রানে পৌঁছে গিয়েছিল আয়ারল্যান্ড। অল্পের জন্য ম্যাচ হারতে হয় তাদের। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ফের তীরে এসে তরী ডুবল আইরিশদের। নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৩৬০ রানের বিশাল ইনিংস তাড়া করতে নেমে আয়ারল্যান্ড আটকে যায় ৯ উইকেটে ৩৫৯ রানে। ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচ থেকে থেকে করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিনটি ওয়ান ডে ম্যাচে যেরকম লড়াই চালায় আয়ারল্যান্ড, তা প্রশংসার যোগ্য। সিরিজের তিনটি ম্যাচেই কষ্ট করে জিততে হয় নিউজিল্যান্ডকে। বিশেষ করে প্রথম ও তৃতীয় ম্যাচে একটু এদিক-ওদিক হলে আয়ারল্যান্ড জয় তুলে নিতে পারত।
ডাবলিনে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেন করতে নেমে মার্টিন গাপ্তিল ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ফিন অ্যালেন ৩৩, টম লাথাম ৩০, হেনরি নিকোলস ৭৯, গ্লেন ফিলিপস ৪৭ ও মাইকেল ব্রেসওয়েল অপরাডিত ২১ রান করেন। জোস লিটল ২টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শেষ ওভারে ১০ রান তুললেই ম্যাচ জিতে যেত। শেষ বলে ৩ রান দরকার ছিল তাদের। যদিও শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি আয়ারল্যান্ড। ফলে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
আয়ারল্যান্ডের হয়ে পল স্টার্লিং ১২০ ও হ্যারি টেকটর ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাকব্রায়ান ২৬, ডেলানি ২২ ও ডকরেন ২২ রান করেন। ম্যাট হেনরি ৪টি ও মিচেল স্যান্টনার ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন গাপ্তিল। সিরিজের সেরা পুরস্কার জিতেছেন ব্রেসওয়েল, যিনি প্রথম ২টি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
For all the latest Sports News Click Here