IPL22: টপ অর্ডারকে রান করতে হবে, এতো ভালো DK আগে খেলেনি- ফ্যাফ ডু’প্লেসি
শুভব্রত মুখার্জি: দীর্ঘ এক দশকের ও বেশি সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্ব সামলানোর পরবর্তীতে ২০২১ সালে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেন বিরাট কোহলি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুরুটা খারাপ করেনি। আপাতত প্লে অফের লড়াইতে ও রয়েছে তারা। শনিবার দিল্লির বিরুদ্ধে কঠিন ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দাবি জোরালো করেছে ডু’প্লেসি বাহিনী। তবে ম্যাচ শেষে অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি স্পষ্ট করে দিলেন দলের টপ অর্ডার ব্যাটিং নিয়ে একেবারেই খুশি নন তিনি। তাদেরকে যে আরও রান দলের খাতায় যোগদান করতে হবে সে কথাও মেনে নিয়েছেন ফ্যাফ। আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
দিল্লি ম্যাচ শেষে ফ্যাফ ডু’প্লেসি জানিয়েছেন, ‘আমাদের টপ অর্ডারের পরিপ্রেক্ষিতে বলতে পারি আমাদেরকেও রানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগদান করতে হবে। সেটা খুব জরুরি। টপ অর্ডার হিসেবে আমরা সেটা করতে পারিনি কিন্তু অন্যরা সেটা করে চলেছে। ম্যাচের প্রথমে উপরের দিকে ব্যাট করাটা একটু ‘ট্রিকি’ (খটমট)। তবে ম্যাক্সি যেভাবে ওদের উপরেই চাপটা ফিরিয়ে দিয়েছিল তা গুরুত্বপূর্ণ ছিল। তবে ১৯০ রান করতে তোমার দরকার স্পেশাল ইনিংস। এর সম্পূর্ণ কৃতিত্ব দুজনের শাহবাজ এবং কার্তিকের। আমরা উপলব্ধি করেছি ডেথ বোলিংয়ের ক্ষেত্রে আমাদের যতটা ভালো বল করা উচিত ছিল তা আমরা এখনও করে উঠতে পারিনি। সেই কারণে আজ আমাদের স্পেশাল একটা পরিকল্পনাও ছিল।’ আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
তিনি আরও যোগ করে বলেন, ‘মাঠে বেশ ভেজা ভাব ছিল। ওরা যেভাবে শুরুটা করেছিল তাতে অনেক দলই ভেঙে পড়তে পারে। তবে আমরা টিকে থেকে লড়াই করেছি। খুব ভালো একটা জয়। যখন ভালো চলছে বা যখন খারাপ চলছে আপনি অভিজ্ঞতার উপর সবসময় ভরসা করতে পারবেন। যেভাবে এই মুহূর্তে ডিকে( দীনেশ কার্তিক) খেলছে আমাকে ভাঙা রেকর্ডের মত শোনালেও বলবও ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে। আমরাও আজ প্রথমে ব্যাট করব ভেবেছিলাম। তবে শিশির কিন্তু সবসময়ে একটা সমস্যা।’ আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
For all the latest Sports News Click Here