IPL22:- গুজরাটের জয়ের নেপথ্যে ভারতের বিশ্বকাপ জয়ী দলের দু’জনকে কৃতিত্ব মিলারের
শুভব্রত মুখার্জি
চলতি আইপিএলে শেষ ওভারে গুজরাটের ম্যাচ গেলেই বিপক্ষ দলগুলোর বিরুদ্ধে যেন ভয়ংকর মূর্তি ধারণ করছেন ডেভিড মিলার এবং রাহুল তেওয়াটিয়া জুটি। বলা ভাল বিপক্ষ বোলারদের কাছে নেমেসিস হয়ে উঠছে এই জুটি। তার ফের একবার প্রমাণ পাওয়া গেল শনিবার সন্ধ্যাতে। আরসিবির বিরুদ্ধে ফের একবার মিলার-তেওয়াটিয়া জুটি গুজরাটকে এনে দিল শেষ ওভারের এক শ্বাসরুদ্ধকর জয়। ম্যাচে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়ে ডেভিড মিলারের বক্তব্য তেওয়াটিয়ার সঙ্গে আর ও একটা ম্যাচ শেষ করতে পারাটা অসাধারণ।
ম্যাচ শেষে ডেভিড মিলার জানালেন ‘ তেওয়াটিয়ার সঙ্গে আর ও একটা ম্যাচ শেষ করতে পারাটা অসাধারণ। প্লে অফের আগে এইধরনের পারফরম্যান্স করাটা খুব গুরুত্বপূর্ণ। এইধরনের পারফরম্যান্স আমাদেরকে খুব সাহায্য করবে। আশিষ নেহেরা এবং গ্যারি কার্স্টেনের কোচের লিস্টে থাকা এবং রিল্যাক্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ‘ প্রসঙ্গত যে দল ২০১১ বিশ্বকাপে জিতেছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশিষ নেহরার। দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন।
হার্দিকের অধিনায়কত্ব প্রসঙ্গে বলতে গিয়ে তিন বলেন ‘ ও অধিনায়কত্বটা খুব ভালভাবে নিয়েছে। ওর ব্যাটিংটা ও খুব ভাল। মাঠের বাইরেও খুব ঠান্ডা মাথার। দলের পরিবেশকে ও খুব ভাল রেখেছে ও। দলে কার কি রোল সেটা পরিষ্কার থাকাটা খুব জরুরি। আমরা একে অপরকে খুব ভালভাবে সাহায্য করছি। আশা করব আমরা ‘ওয়েল রাউন্ডেড পারফরম্যান্স’ করে আমরা একটা একটা করে স্টেপ ফেলব। আমরা যেখানে পার্টে পার্টে ভাল ফল করছি সেই জায়গায় আমরা কাজ করছি। পাওয়ারপ্লেতে আমরা ভাল খেলেছি। আজ গরম ছিল খুব। আমরা কয়েকটা ঠান্ডা বিয়ার খাব আর বরফ জলে স্নান করব।’
For all the latest Sports News Click Here