IPL22: আরও একবছর নেতৃত্ব সামলাও, ধোনিকে বলেছিলেন কিউয়ি তারকা
শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৫তম মরশুম শুরুর আগে হঠাৎ করেই সিএসকের নেতৃত্ব ত্যাগ করেন। তার জায়গায় ভারতীয় সিনিয়র দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। জাদেজার অধিনায়কত্বে সিএসকে মরশুমের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে। ধোনিকেই আরও এক বছর সিএসকের নেতৃত্বে থেকে যেতে বলেছিলেন কিউয়ি তারকা ক্রিকেটার।
ফেব্রুয়ারি মাসের নিলামের মধ্যে দিয়েই আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন বাহাতি কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। সিএসকে দলে যোগ দেওয়ার পরেই ধোনির অধীনে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন ডেভন কনওয়ে। কিন্তু কিউয়ি ক্রিকেটারের সেই স্বপ্ন পূরণ হয়নি। বা বলা ভাল হয়ার সুযোগ খুব কম। কারণ ক্রিকেটার ধোনিকে ২২ গজে দেখা গেলেও অধিনায়ক ধোনিকে দেখতে পাওয়ার সম্ভাবনা আর নেই। কনওয়ে জানিয়েছেন আইপিএল শুরুর আগে ধোনিকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। যা অবশ্য শেষ পর্যন্ত রাখেননি ‘ক্যাপ্টেন কুল’।
সিএসকের তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে কনওয়ে বলেছেন, ‘অধিনায়ক এমএসের অধীনে খেলার জন্য মুখিয়ে ছিলাম। ওর সঙ্গে এই নিয়ে অল্পবিস্তর কথাও হয়েছিল। ওকে বলেছিলাম, তুমি কি আর এক বছর অধিনায়ক থেকে যেতে পার না? তা হলে আমি অন্তত তোমার অধীনে এক বার খেলতে পারি।’ ডেভনের প্রশ্নের উত্তরে মাহি কি জানিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে কনওয়ে বলেছেন, ‘ধোনি বলেছিল না। আমি আর থাকব না। কিন্তু সব সময়ই দলের পাশে থাকব।’
For all the latest Sports News Click Here