IPL Points Table: GT-কে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠল RR, কঠিন হল RCB-র লড়াই
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে পয়েন্ট টেবলে দু’ধাপ উপরে উঠে শীর্ষে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। তারা তিন থেকে এক লাফে একে পৌঁছে গেল। গুজরাট টাইটানসকে তারা দুইয়ে নামিয়ে দিল। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঁচে থাকলেও তাদের লড়াই আগের চেয়ে বেশি কঠিন হয়ে গেল। ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই তারা হেরে বসে থাকল।
রাজস্থান পয়েন্ট টেবলের শীর্ষে ওঠায়, গুজরাট যেমন দুইয়ে নামল, তেমনই তিনে নেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। বাকিদের অবস্থান অবশ্য বদলায়নি।চারে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। পাঁচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ছয়ে পঞ্জাব কিংস, সাতে দিল্লি ক্যাপিটালস, আটে কলকাতা নাইট রাইডার্স, নয়ে চেন্নাই সুপার কিংস এবং দশে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: ব্যাটে-ফিল্ডিংয়ে কামাল রিয়ানের, সুপারহিট অশ্বিন-কুলদীপ, হারল কোহলিরা
আরও পড়ুন: ‘হেসো না, গা জ্বলছে’, আউটের পর কোহলির হাসি দেখে রাগে ফুঁসছে নেটপাড়া
রাজস্থান অবশ্য গুজরাটের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল। ৮ ম্যাচে তারা ৬টিতে জিতেছে, ২টিতে হেরেছে। গুজরাট টাইটানস আবার ৭ ম্যাচ খেলে ছ’টিতেই জিতেছে। পয়েন্ট ১২। হায়দরাবাদ ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে। তাদের পয়েন্ট ১০। লখনউ আবার ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে। পয়েন্ট ১০। ব্যাঙ্গালোর আবার ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে তারা ৪টি ম্যাচ হেরে বসে রয়েছে। পঞ্জাব কিংস আবার ৮ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ৮ পয়েন্ট পেয়েছে। দিল্লি ৭ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে। তাদের পয়েন্ট ৬। কলকাতা ৮ ম্যাচে ৩টিতে জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে। পয়েন্ট ৪। আর ৮ ম্যাচের ৮টিতেই হেরেছে মুম্বই। তারাই এ বার আইপিএলের একমাত্র টিম, যারা পয়েন্টের খাতা খোলেনি।
For all the latest Sports News Click Here