IPL Points Table: হেরে কঠিন হল KKR-এর প্লে-অফের রাস্তা, শীর্ষে ফিরল গুজরাট
আদের দিনই রাজস্থান রয়্যালসের কাছে সিংহাসন খোয়াতে হয়েছিল গুজরাট টাইটানসকে। তবে ঠিক পরের দিনই হারানো মুকুট ফিরে পেলেন হার্দিক পান্ডিয়ারা। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পুনরায় আইপিএল ২০২২-এর লিগ টেবিলের এক নম্বরে ফিরে আসে টাইটানস।
অন্যদিকে জোড়া হার দিয়ে আইপিএল অভিযান শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ টানা পাঁচ ম্যাচে জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। রাজস্থান রয়্যালসকে পিছিয়ে যেতে হয় তিন নম্বরে।
আরও পড়ুন:- RCB vs SRH: কোহলিরা সব আয়ারাম আর গয়ারাম, ব্যাঙ্গালোরকে ৮ ওভারেই উড়িয়ে দিল হায়দরাবাদ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একতরফা হারের পরেও প্রথম চারে নিজেদের জায়গা ধরে রাখে। কলকাতা নাইট রাইডার্সও ৭ নম্বরেই থেকে যায় গুজরাটের কাছে পরাজিত হওয়া সত্ত্বেও। যদিও পরপর চার ম্যাচে হেরে কেকেআরের প্লে-অফের রাস্তা কঠিন হয়।
আরও পড়ুন:- KKR vs GT: ব্যর্থ হয় রাসেলের মরিয়া প্রচেষ্টা, টানা চার ম্যাচে হার কলকাতার
লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালস ছয় নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে। পঞ্জাব কিংস রয়েছে কলকাতা নাইট রাইডার্সের পিছনে আট নম্বরে। লিগ টেবিলের নয় ও ১০ নম্বরে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।
For all the latest Sports News Click Here