IPL Points Table: রাস্তা কঠিন, তবে রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে ঘুরে দাঁড়াল KKR
রাস্তা সহজ নয় মোটেও। তবু রাজস্থান রয়্যালসকে হারিয়ে চলতি আইপিএলের প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেল কলকাতা নাইট রাইডার্স। ২ পয়েন্ট সংগ্রহ করার সুবাদে তারা লিগ টেবিলে এক ধাপ উন্নতি করে সাত নম্বরে উঠে আসে। কলকাতা পিছনে ফেলে দেয় পঞ্জাব কিংসকে। যদিও পঞ্জাবের সঙ্গে কেকেআরের সংগৃহীত পয়েন্ট সংখ্যা সমান। তবে নেট রান-রেটে তুলনায় এগিয়ে কলকাতা।
অন্যদিকে, কলকাতার কাছে হারলেও পয়েন্ট টেবিলে অবস্থান বদল হয়নি রাজস্থান রয়্যালসের। তারা আগের মতোই তৃতীয় স্থানে রয়েছে। যথারীতি লিগ টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস। দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। সুতরাং, নবাগত দু’টি দলের দাপট বজায় রয়েছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে।
আরও পড়ুন:- KKR vs RR: কলকাতার কাছে যেন ঈশ্বরের দূত রিঙ্কু, ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রানা
আরও পড়ুন:- ‘নিজের মর্যাদার জন্য খেলতে চেয়েছিল রিঙ্কু’, ‘ওয়াটার বয়’ নাইটে মুগ্ধ KKR কোচ
গুজরাট, লখনউ ও রাজস্থানের সঙ্গে প্রথম চারে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে পাঁচ নম্বরে। ছয়ে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা সাতে উঠে আসায় আট নম্বরে পিছিয়ে যায় পঞ্জাব কিংস। যথারীতি লিগ টেবিলের শেষ দু’টি স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস (৯) ও মুম্বই ইন্ডিয়ান্স (১০)।
For all the latest Sports News Click Here