IPL Points Table: চেন্নাই ও পঞ্জাবকে টপকে গেল KKR, আশার প্রদীপ টিমটিম করে জ্বলছে
খাতায়-কলমে কলকাতার সামনে প্লে-অফে যাওয়ার ক্ষীণ সুযোগ ছিলই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ে টিমটিম করে জ্বলছে কেকেআরের আশার প্রদীপ। নাইট রাইডার্স আইপিএল ২০২২-এর লিগ টেবিলে আপাতত লাফ দিলেও তাদের পরিস্থিতি এমন কিছু বদলে গিয়েছে বলে মনে করা ভুল হবে।
মুম্বইকে হারিয়ে ৯ থেকে দু’ধাপ উঠে আসে কলকাতা। তারা আপাতত ৭ নম্বরে অবস্থান করছে। কেকেআর পিছনে ফেলে দেয় চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসকে। পঞ্জাব পিছেয়ে যায় ৮ নম্বরে। চেন্নাই ফেরে নয়ে। মুম্বই যথারীতি একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে।
আরও পড়ুন:- KKR vs MI: ‘প্রথম একাদশ বাছাইয়ে যুক্ত থাকেন CEO’, দল পরিবর্তন নিয়ে বললেন KKR অধিনায়ক শ্রেয়স
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
আরও পড়ুন:- MI vs KKR: বুমরাহর ৫ উইকেটেও রোগ সারল না মুম্বইয়ের, রোহিতদের হারিয়ে কোনও রকমে টিকে রইল কলকাতা
আগের মতোই লিগ টেবিলের এক নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটানস। তিন নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যাস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে চার নম্বরে। দিল্লি ক্যাপিটালস যথারীতি ৫ নম্বরে রয়েছে। ছয় নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ।
For all the latest Sports News Click Here