IPL Auction Day 2 Live: দ্বিতীয় দিনের নিলামে ঝড় তুলবে KKR ও MI
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিকভাবে কয়েকজন মূল ক্রিকেটারকে নিলামেই আগে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের প্রথম দিনে তারকা ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলে বিস্তর। চমকে দেন বেশ কয়েকজন অখ্যাত তারকাও। আপাতত নিলামের প্রথম দিনের শেষে কার্যত অর্ধেক স্কোয়াড গড়ে নিয়েছে সব দল। দ্বিতীয় দিনে ১০টি দলকেই সম্পূর্ণ করতে হবে তাদের স্কোয়াড। রবিবার নিঃসন্দেহে ক্রিকেটবিশ্বের নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামের দিকে।
প্রথম দিনে ১০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছেন ১০ জন
১০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছেন ইশান কিষাণ (১৫.২৫ কোটি), দীপক চাহার (১৪ কোটি), শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০.৭৫ কোটি), হার্ষাল প্যাটেল (১০.৭৫ কোটি), নিকোলাস পুরান (১০.৭৫ কোটি), লকি ফার্গুসন (১০ কোটি), প্রসিধ কৃষ্ণা (১০ কোটি) ও আবেশ খান (১০ কোটি)।
প্রথম দিনের নিলাম কত জন ক্রিকেটার দল পেয়েছে?
আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে মোট ৯৭ জন ক্রিকেটারের নাম সামনে আসে। তাদের মধ্যে ৭৪ জনকে দলে নেয় ১০টি ফ্র্যাঞ্চাইজি। বাকিরা অবিক্রিত থাকেন। তালিকায় রয়েছে মোট ৬০০ জন ক্রিকেটার। সুতরাং, দ্বিতীয় দিনে বাকি ৪০২ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। এঁদের মধ্য কাদের ভাগ্য শিকে ছেঁড়ে, সেটাই হবে দেখার।
For all the latest Sports News Click Here