IPL Auction 2022: সবচেয়ে কম পুঁজি নিয়ে আজ নিলামে যোগ দেবে কোন দল? কাদের হাতে কত টাকা থাকল?
আইপিএল নিলামের প্রথম দিন মাত্র পাঁচ জন ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তারা রিটেন করেছিল চার জন ক্রিকেটার। কেকেআর-এ এই মুহূর্তে প্লেয়ার সংখ্যা দাঁড়াল ৯। এখনও আরও প্লেয়ার কিনতে হবে। অথচ হাতে রয়েছে মাত্র ১২ কোটি ৬৫ লক্ষ টাকা।
শনিবারের নিলামে মোট ৭৪ জন ক্রিকেটার বিক্রি হয়েছেন। কেউ প্রত্যাশার চেয়েও বেশি দাম পেয়েছেন, কেউ আবার দলই পাননি। তবে প্রথম দিন নিলামের পর সবচেয়ে কম টাকা বেঁচে রয়েছে লখনউ সুপার জায়ান্টসের হাতে। তাদের বেঁচে রয়েছে ৬.৯০ কোটি টাকা।
লখনউ-এর টিম অবশ্য ৮জন ক্রিকেটারকে কিনে ফেলেছেন। আবেশ খান (১০ কোটি), কুইন্টন ডি’কক (৬ কোটি ৭৫ লক্ষ), মার্ক উড (৭ কোটি ৫০ লক্ষ), মণীশ পান্ডে (৪ কোটি ৬০ লক্ষ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লক্ষ), দীপক হুডা (৫ কোটি ৭৫ লক্ষ), ক্রুণাল পান্ডিয়া (৮ কোটি ২৫ লক্ষ), অঙ্কিত রাজপুত (৫০ লক্ষ)। বড় নাম রয়েছে সেই তালিকায়। এখন জুনিয়র প্লেয়ারদের কিনলেই দল মোটামুটি গুছিয়ে ফেলতে পারবে লখনউ। এ ছাড়া তারা লোকেশ রাহুল, মার্কাস স্টইনিস, রবি বিষ্ণোইকে নিলামের আগে দলে নিয়েছিল।
সবেচেয়ে বেশি টাকা পড়ে রয়েছে পঞ্জাব কিংসের হাতে। প্রথম দিন নিলামের পর ২৮.৬৫ কোটি টাকা রয়ে গিয়েছে পঞ্জাবের হাতে। তারা প্রথম দিন নিলামে কিনেছে জিতেশ শর্মা (২০ লক্ষ), শাহরুখ খান (৯ কোটি), জনি বেয়ারস্টো (৬ কোটি ৭৫ লক্ষ), হরপ্রীত ব্রার (৩ কোটি ৮০ লক্ষ), শিখর ধাওয়ান (৮ কোটি ২৫ লক্ষ), ইশান পোড়েল (২৫ লক্ষ), কাগিসো রাবাদা (৯ কোটি ২৫ লক্ষ), রাহুল চাহার (৫ কোটি ২৫ লক্ষ), প্রবসিমরন সিং-কে (৬০ লক্ষ)।
মুম্বই ইন্ডিয়ান্স ইশান কিষাণকে ১৫.২৫ কোটি দিয়ে কেনার পরেও ২৭.৮৫ কোটি টাকা বাঁচিয়ে রেখেছে তারা। যদিও প্রথম দিন নিলামে খুব বেশি প্লেয়ারও মুম্বই কেনেনি। তারা বাসিল থাম্পি (৩০ লক্ষ), মুরুগান অশ্বিন (১ কোটি ৬০ লক্ষ), ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি), ইশান কিষাণকে (১৫ কোটি ২৫ লক্ষ) শুধুমাত্র দলে নিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দিনের নিলাম শেষে কোন দলের হাতে কত টাকা থাকল:
পাঞ্জাব কিংস- ২৮.৬৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ২৭.৮৫ কোটি
চেন্নাই সুপার কিংস- ২০.৪৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ- ২০.১৫ কোটি
গুজরাট টাইটান্স- ১৮.৮৫ কোটি
দিল্লি ক্যাপিটালস- ১৬.৫০ কোটি
রাজস্থান রয়্যালস- ১২.১৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৯.২৫ কোটি
লখনউ সুপার জায়ান্ট- ৬.৯০ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ১২.৬৫ কোটি
For all the latest Sports News Click Here