IPL Auction 2022: শ্রেয়সই কি পরবর্তী অধিনায়ক হতে চলেছেন, আপডেট দিলেন KKR সিইও
বেঙ্গালুরুতে আসন্ন আইপিএলের মেগা নিলাম জোরকদমে চলছে। কোন খেলোয়াড়, কোন দলে খেলবে, সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। নিলামের আগে মাত্র তিন দলেরই অধিনায়ক ঘোষণা হয়েছিল না, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। তবে নিলামের একদম প্রথম সেটেই দুই মার্কি ক্রিকেটার শ্রেয়স আইয়ার এবং প্যাট কামিন্সকে কিনে নেয় কেকেআর।
নিলামের বহু আগে থেকেই অনেকে অনুমান করছিলেন শ্রেয়সের পিছনে ছুটতে পারে নাইটরা। সেই জল্পনাই সত্যি হয়েছে। ১২.২৫ কোটি টাকার বিশাল মূল্যে তাঁকে দলে নিয়েছে কেকেআর। অধিনায়ক হিসাবে দুই মরশুম আগে দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন শ্রেয়স। সুতরাং, অধিনায়কের দৌড়ে তাঁর নাম থাকাটাই স্বাভাবিক। অপরদিকে, কামিন্সও বর্তমানে অস্ট্রেলিয়ার অধিনায়ক। সম্ভবত এই দুইজনেরই মধ্যেই কেউ নাইট অধিনায়ক হবেন বলে ধরা হচ্ছে। এই জল্পনার মাঝেই কেকেআরের পরবর্তী অধিনায়কের বিষয়ে মতামত জানালেন ফ্রাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর।
কেকেআরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিয়োয় ভেঙ্কি জানান, ‘বিকল্প থাকা সবসময়ই ভাল ব্যাপার। আমাদের কাছে (অধিনায়কের জন্য) বেশ কয়েকটি বিকল্প রয়েছে। রিটেন হওয়া খেলোয়াড়দের ভুললেও চলবে না। ওরাও কিন্তু সকলেই সুযোগ পেতে অধিনায়কত্ব করতে আগ্রহী হবে। কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক, শ্রেয়সের রেকর্ডও দারুণ। তবে সত্যি বলতে কোচ এবং ম্যানেজমেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। নিলামের পর ওদের মতামতের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারব না।’
For all the latest Sports News Click Here