IPL Auction 2022: যুবির পর ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠল ইশানের জন্য, গড়লেন নয়া নজিরও
ইশান কিষাণকে নিয়ে যে আইপিএলের মেগা নিলামে দড়ি টানাটানি হবে, সে কথা জানাই ছিল। হলও সেটা। তাঁকে নিয়ে দীর্ঘ লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। কিন্তু ঘরের ছেলেকে ঘরে ফেরাতে মুম্বইকে খরচ করতে হল ১৫ কোটি ২৫ লক্ষ টাকা।
২ কোটি টাকার বেস প্রাইস ছিল ইশান কিষানের জন্য। তার পর সেই অঙ্ক ১৫ কোটি ছাড়িয়ে যায়। যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় প্লেয়ার হিসেবে নিলামে এত বেশি দাম উঠল ইশান কিষাণের জন্য। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান নাম দিল্লি ক্যাপিটাসল) ১৬ কোটি দিয়ে কিনেছিল যুবিকে। তার পর আইপিএল নিলামে ১৫.২৫ কোটিতে কোনও ভারতীয় প্লেয়ারকে কেনা হল।
ইশানই প্রথম উইকেটকিপার, যাঁকে কিনতে এত বেশি টাকা খরচ করা হল। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামী কিপার এখন ইশান। এই প্রথম বার নিলামে মুম্বই ইন্ডিয়ান্স কোনও প্লেয়ারের জন্য ১০ কোটির বেশি দর হাঁকল।
ফের মুম্বইয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইশান। নিজেও হয়তো ভাবেননি তাঁর জন্য এত দর উঠবে। মুম্বইয়ের তরফে ইশানের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘মুম্বইতে আবার ফিরতে পেরে আমি খুব খুশি। পরিবারের সদস্যের মতোই সকলে আমাকে আগলে রাখে। আমি আশা করব, সেই দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে। ’
আইপিএলের দামি প্লেয়ারদের তালিকায় চারে ঢুকে পড়লেন ইশান কিষাণ। এই তালিকায় ক্রিস মরিস শীর্ষে রয়েছেন। গত বছর তাঁকে ১৬.২৫ কোটি দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। যুবিকে ১৬ কোটিতে কিনেছিল দিল্লি। কেকেআর প্যাট কামিন্সকে কিনেছিল ১৫.৫০ কোটিতে। আর ইশানকে কেনা হল ১৫.২৫ কোটিতে।
For all the latest Sports News Click Here