IPL Auction: মেগা নিলামের সাতকাহন, কেনা-বেচার আসর শুরুর আগে জেনে নিন A টু Z
সপ্তাহান্তে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ক্রিকেটার কেনা-বেচার আসর। তার আগে জেনে নিন আইপিএল ২০২২ মেগা নিলামের খুঁটিনাটি।
১. বেঙ্গালুরুতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি বসবে আইপিএলের মেগা নিলামের আসর। নিলাম শুরু হবে বেলা ১১টা থেকে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএল নিলাম।
২. সব মিলিয়ে ৫৯০ জন ক্রিকেটারকে এবার নিলামে তোলা হবে। যাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী দেশের মোট ৭ জন ক্রিকেটার রয়েছেন লিস্টে।।
৩. ২২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন নিলামের তালিকায়। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে।
৪. ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকা নূন্যতম মূল্যের ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।
৫. ভারত-সহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা এবার আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন। অস্ট্রেলিয়ার সব থেকে বেশি ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, নমিবিয়া, নেপাল, স্কটল্যান্ড ও আমেরিকার ক্রিকেটাররা নিলামে অংশ নিতে চলেছেন।
৬. আফগানিস্তানের ১৭ জন, বাংলাদেশের ৫ জন, ইংল্যান্ডের ২৪ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, জিম্বাবোয়ের ১ জন, নমিবিয়ার ৩ জন, নেপালের ১ জন, স্কটল্যান্ডের ২ জন ও আমেরিকার ১ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন।
৭. বাংলার মোট ১৫ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নেবেন। তালিকায় রয়েছেন মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মুকেশ কুমার, ইশান পোড়েল, ঋত্ত্বিক রায়চৌধুরী, শ্রীবত্স গোস্বামী, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন, কাইফ আহমেদ, মনোজ তিওয়ারি, প্রয়াস রায়বর্মণ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ও শ্রীবত্স গোস্বামী।
For all the latest Sports News Click Here